
Sign up to save your podcasts
Or


সুদর্শন চক্র। চার হাতওয়ালা বিষ্ণুমূর্তির ডান দিকের ওপরের হাতে থাকা এক ভয়াবহ অস্ত্র। এই অস্ত্রের দ্বারা যে কত দুষ্টু অসুর ঘ্যাচং ফু হয়েছে তার হিসেব নেই। সতীর মৃত্যুর পর এই সুদর্শন চক্র দিয়েই তার দেহ ৫১ খন্ড করে ৫১ পীঠ-এ ফেলা হয়েছিল। মাঝে মাঝে মনে হয় ইশ্ কেন যে আমাদের দেশ আগ্নেয়াস্ত্র -টাস্ত্র বানিয়ে সময় নষ্ট করে! তার চেয়ে বানাত আমাদের স্বদেশী সুদর্শন চক্র। সাঁইই করে গিয়ে শত্রুপক্ষের ধড় উড়িয়ে আমাদের কাছে ফিরে আসত। কোনও পরিবেশ দূষণ-টুষনের বালাই থাকত না। হি হি.. যাক গিয়ে বাজে কথা রেখে কাজের কথায় আসি। আজ বরং আমরা জানি এরকম অব্যর্থ অস্ত্রটা বানালো কে? বিস্তারিত পড়ুন - জামাইয়ের দেহ ছেঁটে বিশ্বকর্মা বানালেন সুদর্শন চক্র
By Shortlyসুদর্শন চক্র। চার হাতওয়ালা বিষ্ণুমূর্তির ডান দিকের ওপরের হাতে থাকা এক ভয়াবহ অস্ত্র। এই অস্ত্রের দ্বারা যে কত দুষ্টু অসুর ঘ্যাচং ফু হয়েছে তার হিসেব নেই। সতীর মৃত্যুর পর এই সুদর্শন চক্র দিয়েই তার দেহ ৫১ খন্ড করে ৫১ পীঠ-এ ফেলা হয়েছিল। মাঝে মাঝে মনে হয় ইশ্ কেন যে আমাদের দেশ আগ্নেয়াস্ত্র -টাস্ত্র বানিয়ে সময় নষ্ট করে! তার চেয়ে বানাত আমাদের স্বদেশী সুদর্শন চক্র। সাঁইই করে গিয়ে শত্রুপক্ষের ধড় উড়িয়ে আমাদের কাছে ফিরে আসত। কোনও পরিবেশ দূষণ-টুষনের বালাই থাকত না। হি হি.. যাক গিয়ে বাজে কথা রেখে কাজের কথায় আসি। আজ বরং আমরা জানি এরকম অব্যর্থ অস্ত্রটা বানালো কে? বিস্তারিত পড়ুন - জামাইয়ের দেহ ছেঁটে বিশ্বকর্মা বানালেন সুদর্শন চক্র