তাঁর জলপাই-রং ত্বক, কালো চুলে মাতোয়ারা ছিল প্যারিস। সুন্দরী মাতা হারিকে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হত্যা করেছিল ফ্রান্স ! বহু-আলোচিত এই চরিত্র জন্ম দিয়েছে অজস্র বই আর চলচ্চিত্রের। সৌন্দর্যের খ্যাতি আর চরিত্রের কুখ্যাতি নিয়ে মাতাহারি এক কিংবদন্তি। আর কে না জানে, কিংবদন্তির মৃত্যু নেই !