আমাদের মন বড়ো বিচিত্র, কখনও মনে হয় এটা ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়, কিন্তু সময় দেখায় অন্য হিসাব। আজকের চাওয়া ভবিষ্যতে মনে হয়, না চাইলেও ক্ষতি হয়তো হতো না। কিন্তু চাওয়ার সময় পাওয়ার গুরুত্ব অনেক অনেক বেশি গুরুত্ব পায়। মন শুধু বলে"আমি সোনার হরিণ চাই "কিন্তু সোনার হরিণ যেমন বিপদের সংকেত বহণ করে, তেমনি কিছু চাওয়া অনেক সময় ভুল ও হয়ে থাকে। সব চাওয়া সব সময় সঠিক হয় না। তবে কি চাই আর কি চাই না সেটা অনেকের কাছে অস্পষ্ট।সন্তোষেই শান্তি। 🏠🏡🏘