Birds View

6th. Dallas Bangla Film Festival


Listen Later

চলচ্চিত্র কখনো কাব্য হয়ে উঠে। কখনো সুর, ছন্দ, কখনো জাদুতে পরিণত হয়। প্রখ্যাত মার্কিন চলচ্চিত্র পরিচালক এন্ডি ওয়ারহলের মতে, “চলচ্চিত্র চালু হওয়ার পর থেকেই সমাজের একটা অংশ পরিচালনা করছে। চলচ্চিত্র দেখিয়ে দিচ্ছে কি করতে হবে, কখন করতে হবে, কি অনুভব করতে হবে এবং কিভাবে সেটা দেখতে হবে।” চলচ্চিত্র আজ শিল্পের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে কারণ চলচ্চিত্র একটি সমাজের সংস্কৃতিকে প্রতিফলিত করে, সংস্কৃতিকে বৈচিত্রমন্ডিত করার সাথে সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করে। চলচ্চিত্র নতুন চিন্তাভাবনা এবং ধারণা তৈরি করে, নতুন আবেগকে উস্কে দেয় এবং আমাদের কল্পনাকে উদ্দীপিত করে, সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে। আর এইসবের মধ্য দিয়েই দিন বদলের, সমাজ বদলের হাতিয়ারের কাজ করে। এই একই কথা আমরা আজ বাংলা চলচ্চিত্রকে নিয়েও গর্ব করে বলতে পারি । সৃজনের হাট বিগত ৬ বছর ধরে বাংলা চলচ্চিত্রের দিগন্ত প্রসারে কাজ করছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মাঝখানের ভূমি উত্তর আমেরিকার সংস্কৃতির শহর ডালাসে। সৃজনের হাট আয়োজিত “ষষ্ঠ বাংলা চলচ্চিত্র উৎসব” কে ঘিরে আয়োজকদের কর্মযজ্ঞ নিয়ে আড্ডা হবে “বার্ডস ভিউ, ইথার তরঙ্গে বাংলার” ১ম পর্বের আয়োজনেঃ
...more
View all episodesView all episodes
Download on the App Store

Birds ViewBy Quazi Hassan