রসায়নশাস্ত্রে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান অতুলনীয়। তাঁর প্রধান কৃতিত্ব হল তিনি বিষম ধাতুর মিলন ঘটিয়ে মা্রকিউরাস নাইট্রাইট আবিষ্কার করেছিলেন।তাঁরই সনিষ্ঠ প্রচেষ্টায় ভারতের অতীত রসায়নচর্চার কথা বিশ্ববাসী জানতে পারেন। তাঁর প্রতিষ্ঠিত "বেঙ্গল কেমিক্যাল" প্রতিষ্ঠানের মাধ্যমে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগের দ্বার খুলে যায়।