'পরিবর্তন 'জীবনানন্দ দাশের কবিতার একটি বিশেষ দিক।মৃত্যু শুধু মানুষের হয় না।মৃত্যু হয় বিভিন্ন জীব জন্তর,গাছের পাতার, সাথে কিছু মানুষের মূল্যবোধের,বিচার বিবেচনা ও বিবেকবোধের।কবি ছিলেন স্পর্শকাতর,তাঁর ব্যক্তিত্বের মূল কাঠামো ছিল একাকীত্ব। মানুষের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ওনা পাওয়ার বেদনা মনকে স্বাভাবিক ভাবেই ব্যথিত করে,তাই বলে মৃত্যু!!!! না না তা কেন হবে।সংগ্রাম ই জীবন, লড়াই করতে হবে। আর সেই লড়াইয়ের চিত্র গোটা জগৎ জুড়ে বিরাজমান। পৃথিবীর প্রতিটি জীবকনা নিজের সাধ্যমত নিজদেরকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করে চলেছে ও চলে।কিন্তু তবু মাঝে মাঝে প্রশ্ন জাগে মনে কতটা জীবন সম্পর্কে বিমুখ হলে,বা কতটা কতটা কষ্ট বা নিরাসক্ত মানুষ অকালে ঝরে যায়। কিন্তু কবি তো জীবনের জয়গান, প্রেমের গান পরিবর্তনের পরে স্বপ্ন দেখার ইঙ্গিত দেন।