
Sign up to save your podcasts
Or
তিব্বতের দুর্গম পাহাড় ঘেরা অঞ্চল ও প্রাকৃতিক প্রতিকূলতার জন্য অনেকদিন ধরে শত্রুর আক্রমণ সেখানে কমই ছিল। যদিও এই অঞ্চল নিয়ে মোঙ্গল ও চীনের রাজবংশের মধ্যে অনেকদিন ধরে দড়ি টানাটানি চলেছিল। রাজনৈতিক টানাপোড়েনেই ১৭৯২ সাল থেকে সমস্ত বিদেশী বিশেষত পশ্চিমীদের তিব্বতে প্রবেশ সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়। উনিশ শতকে ভারতে ইংরেজরা সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গেই তারা আরও উত্তরে সাম্রাজ্যে প্রসারিত করতে চাইলেও তা সম্ভব হচ্ছিল না। ইউরোপীয়রা আমেরিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গেই প্রায় গোটা বিশ্বের মানচিত্র পরের একশো বছরে সম্পূর্ণ করে ফেলেছিল। কিন্তু বাকি থেকে গিয়েছিল তিব্বত। তিব্বতে যেহেতু ইউরোপীয়দের প্রবেশাধিকার ছিল না, তাই এই ম্যাপও কোনোভাবে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছিল না। একটা সময় তিব্বতের রাজধানী লাসাকে তাই নিষিদ্ধ নগরীও বলা হত। ঘটনা চক্রে এগিয়ে এলেন এক বাঙালি গুপ্তচর। পৃথিবীর এই অজানা অংশের মানচিত্র সম্পূর্ণ করলেন তিনি। অদ্ভুত এই অবিশ্বাস্য অভিযান যে করেছিলেন এক বাঙালি তা না শুনলে বিশ্বাসই করা কঠিন। কীভাবে অসাধ্য সাধন করেছিলেন তিনি? আমাদের দুই পর্বের এই অনুষ্ঠানে থাকছে সেই সমস্ত অজানা গল্প।
পর্বপাঠ- শঙ্খ
তিব্বতের দুর্গম পাহাড় ঘেরা অঞ্চল ও প্রাকৃতিক প্রতিকূলতার জন্য অনেকদিন ধরে শত্রুর আক্রমণ সেখানে কমই ছিল। যদিও এই অঞ্চল নিয়ে মোঙ্গল ও চীনের রাজবংশের মধ্যে অনেকদিন ধরে দড়ি টানাটানি চলেছিল। রাজনৈতিক টানাপোড়েনেই ১৭৯২ সাল থেকে সমস্ত বিদেশী বিশেষত পশ্চিমীদের তিব্বতে প্রবেশ সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়। উনিশ শতকে ভারতে ইংরেজরা সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গেই তারা আরও উত্তরে সাম্রাজ্যে প্রসারিত করতে চাইলেও তা সম্ভব হচ্ছিল না। ইউরোপীয়রা আমেরিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গেই প্রায় গোটা বিশ্বের মানচিত্র পরের একশো বছরে সম্পূর্ণ করে ফেলেছিল। কিন্তু বাকি থেকে গিয়েছিল তিব্বত। তিব্বতে যেহেতু ইউরোপীয়দের প্রবেশাধিকার ছিল না, তাই এই ম্যাপও কোনোভাবে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছিল না। একটা সময় তিব্বতের রাজধানী লাসাকে তাই নিষিদ্ধ নগরীও বলা হত। ঘটনা চক্রে এগিয়ে এলেন এক বাঙালি গুপ্তচর। পৃথিবীর এই অজানা অংশের মানচিত্র সম্পূর্ণ করলেন তিনি। অদ্ভুত এই অবিশ্বাস্য অভিযান যে করেছিলেন এক বাঙালি তা না শুনলে বিশ্বাসই করা কঠিন। কীভাবে অসাধ্য সাধন করেছিলেন তিনি? আমাদের দুই পর্বের এই অনুষ্ঠানে থাকছে সেই সমস্ত অজানা গল্প।
পর্বপাঠ- শঙ্খ