দুয়ারে বিধানসভা ভোট। তার আগে বাঁকুড়া জেলার শিক্ষা ক্ষেত্রে ব্যপক রদবদল ঘটল। একেবারে প্রাথমিক স্তর থেকে মহা বিদ্যালয় স্তর পর্যন্ত প্রশাসনিক ও সাংগঠনিক পদে রদল বদল ঘটল। বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অধ্যাপক ড: শ্যামল সাঁতরা। প্রাথমিক শিক্ষক সংগঠনের নতুন জেলা সভাপতি নিযুক্ত হলেন স্বাতী বন্দ্যোপাধ্যায়, ওয়েবকুপার জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক দ্রুহিন চক্রবর্তী। মাধ্যমিক শিক্ষক সংগঠনের দায়িত্ব ভার সামলাবেন গোরাচাঁদ কান্ত। এছাড়া বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূলের প্রাথমিক শিক্ষকদের শাখা সংগঠনের সভাপতি র দায়িত্ব পেলেন গৌতম গরাই। আজ নব নির্বাচিত সকলকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঁকুড়া বিদ্যাভবনের সভাকক্ষে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে কেন রদ বদল করা হল? তার নেপথ্য কারণ প্রকাশ্যে আনেন। আর,তার এই বক্তব্যকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলেও আলোড়ন পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর এই বিস্ফোরক আনকাট বক্তব্য এখানে তুলে ধরা হল।
পরে সাংবাদিকরা তার এই বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে,তিনি কার্যত তার বক্তব্যেই যে অনড় রয়েছেন তার স্পষ্ট ইঙ্গিত দেন।
অন্যদিকে,বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নব নিযুক্ত চেয়ারম্যান শ্যামল সাঁতরা বলেন জেলার শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি একেবারে প্রাথমিক স্তর থেকে কাজ করবেন।
এদিকে,রাজ্য তৃণমূল সুত্রে খবর,প্রথম ধাপে জেলার শিক্ষা ক্ষেত্রে গুচ্ছ রদ বদলের পর সাংগঠনিক স্তরেও বেশ কিছু রদ বদল করা হবে।মুলত বিধানসভা ভোটকে সামনে রেখে বাঁকুড়া জেলাতেও প্রশাসনিক ও দলের সাংগঠনিক স্তরে আরো কাজের গতি আনতেই এই ধরনের রদবদল করার পথে হাঁটছে দল।