
Sign up to save your podcasts
Or
🛎 কিছুদিন আগেই ছিল আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। বন্ধুত্ব দিবসে আমরা একে অন্যকে বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা জানালাম বটে তবে যে কারণটিকে কেন্দ্র করে এই দিনটি সেটা আমরা অনেকেই ভুলতে বসেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমেরিকা পরমাণু বোমা ফেলেছিল জাপানের দুটি শহরের উপরে। শহর দুটি নিশ্চিহ্ন হল। তার সঙ্গে আগামী কয়েক প্রজন্ম শারীরিক বিকলাঙ্গতা নিয়ে জন্মাতে শুরু করেছিল। বিশ্বময় যুদ্ধের এই পরিস্থিতিতে বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা নিয়ে শুরু হয়েছিল বন্ধুত্ব দিবস। আজ বিশ্বময় যুদ্ধ চলছেই। অথচ জাপান সেই ঘটনার পর থেকে যুদ্ধের ভয়াবহতাকে স্মরণ করে চলেছে প্রতিটা দিন, মাস ও বছর। আজ আমরা শোনাব আপনাদের এমনই এক অভিজ্ঞতার কথা। ততক্ষণে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি। আর সঙ্গে থাকুন।
🛎 কিছুদিন আগেই ছিল আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। বন্ধুত্ব দিবসে আমরা একে অন্যকে বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা জানালাম বটে তবে যে কারণটিকে কেন্দ্র করে এই দিনটি সেটা আমরা অনেকেই ভুলতে বসেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমেরিকা পরমাণু বোমা ফেলেছিল জাপানের দুটি শহরের উপরে। শহর দুটি নিশ্চিহ্ন হল। তার সঙ্গে আগামী কয়েক প্রজন্ম শারীরিক বিকলাঙ্গতা নিয়ে জন্মাতে শুরু করেছিল। বিশ্বময় যুদ্ধের এই পরিস্থিতিতে বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা নিয়ে শুরু হয়েছিল বন্ধুত্ব দিবস। আজ বিশ্বময় যুদ্ধ চলছেই। অথচ জাপান সেই ঘটনার পর থেকে যুদ্ধের ভয়াবহতাকে স্মরণ করে চলেছে প্রতিটা দিন, মাস ও বছর। আজ আমরা শোনাব আপনাদের এমনই এক অভিজ্ঞতার কথা। ততক্ষণে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি। আর সঙ্গে থাকুন।