
Sign up to save your podcasts
Or
জানুয়ারির প্রথম সপ্তাহের যে বিকেলে কলকাতার তিন শিল্পী বাঘগুহায় গিয়ে পৌঁছলেন সেই রাত্রে তীবুতে শোওয়ার তোড়জোড় করার সময়ে তাঁবুর দড়িতে হঠাৎ লাগল এক হ্যাঁচকা টান। তাঁর কয়েক মুহূর্তের মধ্যেই লোকজনের হল্লা, কুকুরের ঘেউ-ঘেউ, আর অদূরে ভীলদের গ্রামে ক্যানেস্তারা পেটানোর শব্দে তুমুল হট্টগোল শুরু হয়ে গেল। তাবুর বাইরে এসে শিল্পীত্রয় দেখলেন তাঁদের সঙ্গে কলকাতা থেকে আসা ওড়িয়া চাকর ইন্দ্র ভয়ে কীটা হয়ে আছে। সে মেসোপটেমিয়ায় যুদ্ধ করে এসেছে ইণ্ডিয়ান আর্মির সেপাই হয়ে। কিন্তু চোখের সামনে দিয়ে একটি কেঁদো বাঘকে সদর্পে চলে যেতে দেখে তার সব সাহস উবে গিয়েছে। শিল্পী অসিতকুমার হালদারও ভয় কিছু কম পাননি। সে-রাত্রে তো বটেই, যতদিন তাঁরা বাঘগুহায় ছিলেন, এক রাতেও তিনি মাঝের বিছানায় ছাড়া ঘুমোননি। দুই পাশের দুটি বিছানায় শুতেন নন্দলাল বসু এবং সুরেন্দ্রনাথ কর। অবশ্য কয়েকদিন পর থেকেই রাতে বাঘের ডাক বা আসা-যাওয়ার শব্দ শোনার কিংবা সকালে তাবুর ধারে-কাছে বাঘের পায়ের ছাপ দেখার ব্যাপারটা তাদের সয়ে গিয়েছিল।সে কাহিনি কোনও রোমাঞ্চ কাহিনির থেকে কম কিছু নয়। আগামীকাল আসছে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি কর্তৃক সম্মানীত লেখক প্রসেনজিৎ দাশগুপ্ত রচিত ‘প্রত্নতথ্য’ বই থেকে নেওয়া ‘বাঘগুহায় শিল্পীত্রয়’ গল্পটির অডিও রূপান্তর।
.
.
পর্বপাঠ- শঙ্খ
মূল রচনা- প্রসেনজিৎ দাশগুপ্ত
স্ক্রিপ্ট- কৌশিক রায়
সাউন্ড ডিজাইন- শঙ্খ
কভার- ইনভিজিবলম্যান
জানুয়ারির প্রথম সপ্তাহের যে বিকেলে কলকাতার তিন শিল্পী বাঘগুহায় গিয়ে পৌঁছলেন সেই রাত্রে তীবুতে শোওয়ার তোড়জোড় করার সময়ে তাঁবুর দড়িতে হঠাৎ লাগল এক হ্যাঁচকা টান। তাঁর কয়েক মুহূর্তের মধ্যেই লোকজনের হল্লা, কুকুরের ঘেউ-ঘেউ, আর অদূরে ভীলদের গ্রামে ক্যানেস্তারা পেটানোর শব্দে তুমুল হট্টগোল শুরু হয়ে গেল। তাবুর বাইরে এসে শিল্পীত্রয় দেখলেন তাঁদের সঙ্গে কলকাতা থেকে আসা ওড়িয়া চাকর ইন্দ্র ভয়ে কীটা হয়ে আছে। সে মেসোপটেমিয়ায় যুদ্ধ করে এসেছে ইণ্ডিয়ান আর্মির সেপাই হয়ে। কিন্তু চোখের সামনে দিয়ে একটি কেঁদো বাঘকে সদর্পে চলে যেতে দেখে তার সব সাহস উবে গিয়েছে। শিল্পী অসিতকুমার হালদারও ভয় কিছু কম পাননি। সে-রাত্রে তো বটেই, যতদিন তাঁরা বাঘগুহায় ছিলেন, এক রাতেও তিনি মাঝের বিছানায় ছাড়া ঘুমোননি। দুই পাশের দুটি বিছানায় শুতেন নন্দলাল বসু এবং সুরেন্দ্রনাথ কর। অবশ্য কয়েকদিন পর থেকেই রাতে বাঘের ডাক বা আসা-যাওয়ার শব্দ শোনার কিংবা সকালে তাবুর ধারে-কাছে বাঘের পায়ের ছাপ দেখার ব্যাপারটা তাদের সয়ে গিয়েছিল।সে কাহিনি কোনও রোমাঞ্চ কাহিনির থেকে কম কিছু নয়। আগামীকাল আসছে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি কর্তৃক সম্মানীত লেখক প্রসেনজিৎ দাশগুপ্ত রচিত ‘প্রত্নতথ্য’ বই থেকে নেওয়া ‘বাঘগুহায় শিল্পীত্রয়’ গল্পটির অডিও রূপান্তর।
.
.
পর্বপাঠ- শঙ্খ
মূল রচনা- প্রসেনজিৎ দাশগুপ্ত
স্ক্রিপ্ট- কৌশিক রায়
সাউন্ড ডিজাইন- শঙ্খ
কভার- ইনভিজিবলম্যান