Clock Tower

বাংলার রায়বাঘিনী (প্রথম পর্ব)


Listen Later

সময়কাল ষোড়শ শতকের মাঝামাঝি। বাংলার বর্তমান হুগলী, হাওড়া জুড়ে তখন বিরাজ করছে এক বিশাল সাম্রাজ্য। ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্য, পরবর্তীতে যা ভূরশুঁট সাম্রাজ্য নামে পরিচিত হয়। সুলতানী শাসনের চোখ রাঙানীকে উপেক্ষা করে, বহিরাগত শত্রুর আক্রমণকে প্রতিহত করেবাংলার মাটিতে সদর্পে মাথা উঁচু করে যে কয়টি সাম্রাজ্য নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য এই ভুরিশ্রেষ্ঠ রাজ্য। দামোদর নদ ও শোন নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই রাজ্য বাণিজ্য ও শিল্পের জন্যও বেশ খ্যাতি অর্জন করেছিল।

.

ঠিক এইসময়ই একদিন ঘটে এক অদ্ভুত ঘটনা। ভবশঙ্করী শিকার অভিযানের জন্য রওনা হয়। এমনটা সে প্রায়শই করে থাকে। কিন্তু এদিনের বিষয়টা খানিক অন্যরকম।ভবশঙ্করী তাঁর সঙ্গীসাথীদের নিয়ে উপস্থিত হন গভীর জঙ্গলে। তাঁরা যখন শিকারের পিছনে ধাওয়া করতে ব্যস্ত ঠিক তখনই একদল বুনো মহিষ আক্রমণ করে তাঁদের উপর। চতুর্দিক থেকে ঘিরে ফেলে তাঁদের। যে কোনো মানুষের পক্ষে এতগুলো বুনো মহিষের সাথে যুদ্ধ করা মোটেই সহজ নয়। একা তো নয়ই এমনকি দলবদ্ধভাবেও প্রায় না পারারই সমান। কিন্তু ভবশঙ্করী তো সহজে হাল ছাড়ার পাত্রী নন।

.

আজকে আপনারা শুনবেন বাংলার এমন এক রানির গল্প যিনি তাঁর বিচক্ষণতা ও বীরত্বের মাধ্যমে রুখে দিয়েছিলেন বাংলায় পাঠান আধিপত্য। একই সঙ্গে দিল্লির মোগল বাদশা আকবরও তাঁর সঙ্গে মিত্রতা চুক্তিতে আবদ্ধ হয়ে তাঁকে ‘রায় বাঘিনী’উপাধিতে ভূষিত করেন।

.

.

গল্পপাঠে- মৌটুসি মৈত্র, 

রানি ভবশঙ্করীর চরিত্রে বর্ণিশা ভট্টাচার্য ও বিভিন্ন পুরুষ চরিত্রে শঙ্খ বিশ্বাস। 

সাউন্ড ডিজাইন- শঙ্খ বিশ্বাস। 

মূল গল্প- অমৃত কোনার। 

স্ক্রিপ্ট- কৌশিক রায়।

কভার- রৌনক মণ্ডল

...more
View all episodesView all episodes
Download on the App Store

Clock TowerBy Kaushik Roy