Clock Tower

বাংলার সবথেকে বড় অস্ত্র লুঠ


Listen Later

হাতে ধরা 'The Statesman’ খবরের কাগজের প্রথম পাতার হেড লাইনের দিকে তাকিয়ে তাকিয়ে থমথমে মুখে বসে থাকেন লালবাজার স্পেশাল ব্রাঞ্চের প্রধান চার্লস টেগার্ট। তার চোখ মুখ লাল হয়ে ওঠে রাগে। খবরের প্রথম পাতায় বড় বড় করে লেখা 'The greatest daylight robbery’।

আজ ভারতের প্রজাতন্ত্র দিবস। স্বাধীন এই ভারতের স্বপ্ন সফল হতে অপেক্ষা করতে হয়েছিল প্রায় দুশো বছর। কত শত বিপ্লবীরা যে এই অগ্নিযজ্ঞে নিজেদের জীবন দিয়েছেন তার হিসেব আমাদের কাছে নেই। কালের গর্ভে হারিয়ে গিয়েছেন অনেকেই। আজ আমরা গল্প করব এমন এক বিপ্লবীর যিনি কলকাতার বুকে সবথেকে বড় অস্ত্র লুণ্ঠনের ঘটনাকে বাস্তবায়িত করেছিলেন। যাঁর লুণ্ঠিত অস্ত্র কলকাতা, ঢাকার বিভিন্ন বিপ্লববাদী সংগঠনে ছড়িয়ে পড়েছিল। বাঘাযতীন, চিত্তপ্রিয় রায়চৌধুরিরা জীবনের শেষ যুদ্ধ করেছিলেন যে মাউজার পিস্তল নিয়ে তা ব্রিটিশ পুলিশের চোখের সামনে দিয়ে লুঠ করে গায়েব হয়ে গিয়েছিলেন এই বিপ্লবী। আজ আমরা শোনাব সেই ঘটনা। যাকে আমরা নয়, তৎকালীন ব্রিটিশ মিডিয়াই বলেছিল 'The greatest daylight robbery’।
পর্বপাঠ- শঙ্খ,
স্ক্রিপ্ট – কৌশিক রায়,
সাউন্ড ডিজাইন – শঙ্খ
কভার - শুচিস্মিতা
ভিডিও এডিট - ইনভিজিবলম্যান

...more
View all episodesView all episodes
Download on the App Store

Clock TowerBy Kaushik Roy