AKTIFUL

ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি ২০২৫


Listen Later

যুক্তরাষ্ট্র-ভিত্তিক এক গবেষণায় বলা হয়েছে, কাশ্মীর সংকটকে কেন্দ্র করে ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হতে পারে, যার ফলস্বরূপ ১২ কোটি ৫০ লাখ মানুষের তাৎক্ষণিক প্রাণহানি এবং আরও বহু কোটি মানুষের অনাহারে মৃত্যু হতে পারে জলবায়ুর ওপর বিরূপ প্রভাবের কারণে। গবেষণাটিতে যুদ্ধের বিভিন্ন সম্ভাব্য দৃশ্যকল্প তৈরি করা হয়েছে, তবে কিছু বিশেষজ্ঞ এটিকে কাল্পনিক হিসেবে দেখছেন, যদিও পারমাণবিক যুদ্ধের সম্ভাবনাকে কেউই উড়িয়ে দিচ্ছেন না, কারণ উভয় দেশই তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ এবং সক্ষমতা বৃদ্ধি করে চলেছে। কাশ্মীর ছাড়াও সন্ত্রাসবাদ এবং পানি বন্টনও যুদ্ধের সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হচ্ছে, এবং বিশেষজ্ঞরা বলছেন যে পরমাণু শক্তিধর যেকোনো দেশের মধ্যে অথবা পরমাণু শক্তিধর দেশ কর্তৃক শক্তিবিহীন দেশেও যুদ্ধ শুরু হতে পারে

...more
View all episodesView all episodes
Download on the App Store

AKTIFULBy The AKTIFUL Team