
Sign up to save your podcasts
Or
সেই সময় বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্স সারা পৃথিবীতে উপনিবেশ স্থাপন করেছিল, সেই সুযোগ নিয়ে পৃথিবীর নানা জায়গা থেকে পরিক্রমণ দেখার চেষ্টা করা হয়েছিল। সেই অর্থে এটিকে প্রথম আন্তর্জাতিক স্তরে বৃহৎ বৈজ্ঞানিক প্রকল্পের নিদর্শন বলা যায়। মোট 122টি জায়গা থেকে পর্যবেক্ষণ করা হয়েছিল। তার মধ্যে আমাদের দেশও ছিল।
.
ভারতে কয়েক জায়গায় পরিক্রমণ পর্যবেক্ষণ করা হয়েছিল। কলকাতা থেকে নোটারি পাবলিক উইলিয়াম ম্যাগি এবং মাদ্রাজের গভর্নরের প্রাসাদের উপর থেকে জ্যোতির্বিদ পাদ্রি উইলিয়াম হির্স্ট পরিক্রমণ পর্যবেক্ষণ করেছলেন। উইলিয়াম হির্স্ট এবং রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের বিখ্যাত বিজ্ঞানী মিখাইল লোমোনোসভ (1711-1765) তাঁদের পর্যবেক্ষণ থেকে প্রথম শুক্রের বায়ুমণ্ডলের অস্তিত্বের কথা বলেন; আধুনিক কালের বিজ্ঞানীরা অবশ্য তাঁদের দূরবিন তা দেখার মতো যথেষ্ট শক্তিশালী ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত নন। সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য চট্টগ্রামের উপকূল জরিপ করছিলেন বার্থেলমিউ প্লেইস্টেড (মৃত্যু 1767), তিনিও পর্যবেক্ষণের রিপোর্ট পাঠিয়েছিলেন। তামিলনাড়ুর তরঙ্গমওয়াদি থেকে কয়েকজন জেসুইট পাদ্রি পরিক্রমণ পর্যবেক্ষণ করেছিলেন।
.
.
তারপর?
.
.
.
পর্বপাঠ ও দেবব্রতের চরিত্রে- শঙ্খ
মূল রচনা - গৌতম গঙ্গোপাধ্যায়
স্ক্রিপ্ট - কৌশিক রায়
গানে- স্বর্ণালী ও শঙ্খ
সাউন্ড ডিজাইন- শঙ্খ
তিতলির চরিত্রে- বর্ণিশা ভট্টাচার্য
সেই সময় বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্স সারা পৃথিবীতে উপনিবেশ স্থাপন করেছিল, সেই সুযোগ নিয়ে পৃথিবীর নানা জায়গা থেকে পরিক্রমণ দেখার চেষ্টা করা হয়েছিল। সেই অর্থে এটিকে প্রথম আন্তর্জাতিক স্তরে বৃহৎ বৈজ্ঞানিক প্রকল্পের নিদর্শন বলা যায়। মোট 122টি জায়গা থেকে পর্যবেক্ষণ করা হয়েছিল। তার মধ্যে আমাদের দেশও ছিল।
.
ভারতে কয়েক জায়গায় পরিক্রমণ পর্যবেক্ষণ করা হয়েছিল। কলকাতা থেকে নোটারি পাবলিক উইলিয়াম ম্যাগি এবং মাদ্রাজের গভর্নরের প্রাসাদের উপর থেকে জ্যোতির্বিদ পাদ্রি উইলিয়াম হির্স্ট পরিক্রমণ পর্যবেক্ষণ করেছলেন। উইলিয়াম হির্স্ট এবং রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের বিখ্যাত বিজ্ঞানী মিখাইল লোমোনোসভ (1711-1765) তাঁদের পর্যবেক্ষণ থেকে প্রথম শুক্রের বায়ুমণ্ডলের অস্তিত্বের কথা বলেন; আধুনিক কালের বিজ্ঞানীরা অবশ্য তাঁদের দূরবিন তা দেখার মতো যথেষ্ট শক্তিশালী ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত নন। সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য চট্টগ্রামের উপকূল জরিপ করছিলেন বার্থেলমিউ প্লেইস্টেড (মৃত্যু 1767), তিনিও পর্যবেক্ষণের রিপোর্ট পাঠিয়েছিলেন। তামিলনাড়ুর তরঙ্গমওয়াদি থেকে কয়েকজন জেসুইট পাদ্রি পরিক্রমণ পর্যবেক্ষণ করেছিলেন।
.
.
তারপর?
.
.
.
পর্বপাঠ ও দেবব্রতের চরিত্রে- শঙ্খ
মূল রচনা - গৌতম গঙ্গোপাধ্যায়
স্ক্রিপ্ট - কৌশিক রায়
গানে- স্বর্ণালী ও শঙ্খ
সাউন্ড ডিজাইন- শঙ্খ
তিতলির চরিত্রে- বর্ণিশা ভট্টাচার্য