Clock Tower

ভারতে আবিষ্কার হয়েছিল হিলিয়াম | How Helium discovered? | পর্ব ২


Listen Later

হিলিয়ামই হল আধুনিক যুগে ভারত থেকে আবিষ্কৃত একমাত্র মৌল। কিভাবে আবিষ্কৃত হয়েছিল হিলিয়াম?

ভারত তখন পরাধীন, স্বাভাবিকভাবেই বিজ্ঞান গবেষণা ছিল মূলত শাসনের সুবিধা ও বিদেশি শাসকদের লাভের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে। সেই কারণেই জিওলজিকাল সার্ভে, বোটানিকাল গার্ডেন, গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভে ইত্যাদির প্রয়োজন হয়েছিল। আমাদের কাহিনিতে মাদ্রাজ অবজার্ভেটরি বা পর্যবেক্ষণাগারের কথা আসবে, তার মূল দায়িত্ব ছিল ভারতবর্ষের পূর্ব উপকূলে জাহাজ চলাচলের সুবিধার জন্য জ্যোতির্বিদ্যা ও ভূগোলের চর্চা। এই রকম কেজো বিষয়ের সঙ্গে সঙ্গে অনেক সময় মৌলিক জ্ঞানের চর্চাও হয়েছিল, কখনো কখনো ব্যক্তিগতভাবে কেউ কেউ উদ্যোগ নিয়েছিলেন। আবার কখনো কখনো পরিস্থিতি এমন হয়েছিল যে ভারতে এসে গবেষণা করার প্রয়োজন হয়ে পড়েছিল।
সে সব গল্প থাকছে আজকের পর্বে

প্রথম পর্বের লিঙ্ক

...more
View all episodesView all episodes
Download on the App Store

Clock TowerBy Kaushik Roy