
Sign up to save your podcasts
Or


টিপু সুলতানের বংশ ধর এক রাজকন্যা অকুতোভয় হয়ে লড়েছিলেন হিটলারের বিরুদ্ধে। ফ্রান্সের রাস্তায় কাঁধে পনেরো কেজির রেডিও-ট্রান্সমিটার নিয়ে গেস্তেপো বাহিনীর চোখে ধুলো দিয়ে চষে বেড়াতেন লেডি ম্যান্ডেলিন। এই কোডনেম খানা গেস্তোপো বাহিনীর ঘুম উড়িয়ে দিয়েছিল। আজ থাকল তেমনই এক ভারতীয় রাজকন্যার গল্প যিনি হিটলারের বিরুদ্ধে নিজের জীবন তুচ্ছ করে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছিলেন।
তিনিই প্রথম এশিয়ান কোনও মহিলা যাঁর আবক্ষ মূর্তি স্থাপিত হয়েছিল লন্ডন শহরে।
আজ আমরা গল্প করব... শুনতে থাকুন প্রথম পর্ব
পর্বপাঠ - শঙ্খ ও বর্ণিশা
By Kaushik Royটিপু সুলতানের বংশ ধর এক রাজকন্যা অকুতোভয় হয়ে লড়েছিলেন হিটলারের বিরুদ্ধে। ফ্রান্সের রাস্তায় কাঁধে পনেরো কেজির রেডিও-ট্রান্সমিটার নিয়ে গেস্তেপো বাহিনীর চোখে ধুলো দিয়ে চষে বেড়াতেন লেডি ম্যান্ডেলিন। এই কোডনেম খানা গেস্তোপো বাহিনীর ঘুম উড়িয়ে দিয়েছিল। আজ থাকল তেমনই এক ভারতীয় রাজকন্যার গল্প যিনি হিটলারের বিরুদ্ধে নিজের জীবন তুচ্ছ করে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছিলেন।
তিনিই প্রথম এশিয়ান কোনও মহিলা যাঁর আবক্ষ মূর্তি স্থাপিত হয়েছিল লন্ডন শহরে।
আজ আমরা গল্প করব... শুনতে থাকুন প্রথম পর্ব
পর্বপাঠ - শঙ্খ ও বর্ণিশা