
Sign up to save your podcasts
Or
পুরাণ অতি জটিল বিষয়। কেউ বলেন ইতিহাস কেউ বলেন মনগড়া গপ্পো। তবে পুরাণের বিভিন্ন গল্প কথার আড়ালে যে একটা প্রাচীন সময়ের সত্যি ঘটনা ধরা থাকে একথা আপনি বিশ্বাস করতে না-ই পারেন। তবে খুঁজে দেখলে সেসব চিহ্ন খুঁজে পাওয়া সম্ভব। মহাপ্লাবণের ঘটনা আমাদের ভারতীয় পুরাণে বর্ণিত আছে। পৃথিবী জলমগ্ন হয়ে গিয়েছিল। সেই সময় বিষ্ণু মৎস্য অবতারে সভ্যতার রক্ষা করেন। আবার তা উল্লেখ আছে বাইবেলে। দুটো গল্পের ওরকম একটু -আধটু মিল থাকে। তাই তো? আজ্ঞে না, দুটো নয়। পৃথিবীর বিভিন্ন প্রাচীন সভ্যতাগুলোতেও এই গ্রেট ফ্লাডের কথা পাওয়া যায়। তাহলে দাঁড়াল কী? এই মহাপ্লাবণ বা গ্রেট ফ্লাড কি আদৌ পৃথিবীর বুকে ঘটেছিল? কোন কোন প্রাচীন সভ্যতায় গ্রেট ফ্লাডের উল্লেখ আছে? কোনও পুরাতাত্ত্বিক প্রমাণ আছে কি? আজ আমরা এই পর্বে পৃথিবীর বিভিন্ন সভ্যতার পৌরাণিক গাথা, ঐতিহাসিক ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে খুঁজে পেতে চেষ্টা করব মহাপ্লাবণের আখ্যানের সত্যতা। আজ প্রথম পর্ব।
পর্বপাঠ- শঙ্খ,
পুরাণ অতি জটিল বিষয়। কেউ বলেন ইতিহাস কেউ বলেন মনগড়া গপ্পো। তবে পুরাণের বিভিন্ন গল্প কথার আড়ালে যে একটা প্রাচীন সময়ের সত্যি ঘটনা ধরা থাকে একথা আপনি বিশ্বাস করতে না-ই পারেন। তবে খুঁজে দেখলে সেসব চিহ্ন খুঁজে পাওয়া সম্ভব। মহাপ্লাবণের ঘটনা আমাদের ভারতীয় পুরাণে বর্ণিত আছে। পৃথিবী জলমগ্ন হয়ে গিয়েছিল। সেই সময় বিষ্ণু মৎস্য অবতারে সভ্যতার রক্ষা করেন। আবার তা উল্লেখ আছে বাইবেলে। দুটো গল্পের ওরকম একটু -আধটু মিল থাকে। তাই তো? আজ্ঞে না, দুটো নয়। পৃথিবীর বিভিন্ন প্রাচীন সভ্যতাগুলোতেও এই গ্রেট ফ্লাডের কথা পাওয়া যায়। তাহলে দাঁড়াল কী? এই মহাপ্লাবণ বা গ্রেট ফ্লাড কি আদৌ পৃথিবীর বুকে ঘটেছিল? কোন কোন প্রাচীন সভ্যতায় গ্রেট ফ্লাডের উল্লেখ আছে? কোনও পুরাতাত্ত্বিক প্রমাণ আছে কি? আজ আমরা এই পর্বে পৃথিবীর বিভিন্ন সভ্যতার পৌরাণিক গাথা, ঐতিহাসিক ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে খুঁজে পেতে চেষ্টা করব মহাপ্লাবণের আখ্যানের সত্যতা। আজ প্রথম পর্ব।
পর্বপাঠ- শঙ্খ,