
Sign up to save your podcasts
Or
রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা তথা সমগ্র ভারতের আবেগ ও গর্ব। তিনি তাঁর জীবনকালে যে বিপুল সাহিত্যসৃষ্টি করেছেন, খুব কম সাহিত্যিকই সম্ভবত তাঁদের জীবনকালে তা করতে পেরেছেন। রবীন্দ্রনাথের বহুবিধ রচনার মধ্যে অপেক্ষাকৃত কম আলোচ্য বোধহয় তাঁর ভ্রমণ বিষয়ক গদ্যগুলি। আজ আমরা তাঁর এরকমই একটি লেখা পাঠ করতে চলেছি। রবীন্দ্রনাথ ১৯১২ সালে বিদেশযাত্রার প্রারম্ভে ও পরে ইংল্যান্ড ও আমেরিকায় ভ্রমণকালে যাত্রাপথের অভিজ্ঞতাকে লিপিবদ্ধ করেছিলেন। যখন যে শহরে নেমেছেন, লিখেছেন সেস্থানের কথা। কখনও লিখেছেন আরব সাগরের কথা আবার কখনও বা লোহিত সাগরের। যাত্রাপথে যখন মিলিত হয়েছেন কোনও সাহিত্যিকের সঙ্গে এসেছে সে সব ঘটনাও। এই সমস্ত ঘটনা পরে তাঁর ‘পথের সঞ্চয়’ নামক বইতে লিপিবদ্ধ হয়েছিল।
রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা তথা সমগ্র ভারতের আবেগ ও গর্ব। তিনি তাঁর জীবনকালে যে বিপুল সাহিত্যসৃষ্টি করেছেন, খুব কম সাহিত্যিকই সম্ভবত তাঁদের জীবনকালে তা করতে পেরেছেন। রবীন্দ্রনাথের বহুবিধ রচনার মধ্যে অপেক্ষাকৃত কম আলোচ্য বোধহয় তাঁর ভ্রমণ বিষয়ক গদ্যগুলি। আজ আমরা তাঁর এরকমই একটি লেখা পাঠ করতে চলেছি। রবীন্দ্রনাথ ১৯১২ সালে বিদেশযাত্রার প্রারম্ভে ও পরে ইংল্যান্ড ও আমেরিকায় ভ্রমণকালে যাত্রাপথের অভিজ্ঞতাকে লিপিবদ্ধ করেছিলেন। যখন যে শহরে নেমেছেন, লিখেছেন সেস্থানের কথা। কখনও লিখেছেন আরব সাগরের কথা আবার কখনও বা লোহিত সাগরের। যাত্রাপথে যখন মিলিত হয়েছেন কোনও সাহিত্যিকের সঙ্গে এসেছে সে সব ঘটনাও। এই সমস্ত ঘটনা পরে তাঁর ‘পথের সঞ্চয়’ নামক বইতে লিপিবদ্ধ হয়েছিল।