Clock Tower

বোম্বাইতে এরকম কাণ্ড দেখে অবাক হলেন রবীন্দ্রনাথ


Listen Later

রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা তথা সমগ্র ভারতের আবেগ ও গর্ব। তিনি তাঁর জীবনকালে যে বিপুল সাহিত্যসৃষ্টি করেছেন, খুব কম সাহিত্যিকই সম্ভবত তাঁদের জীবনকালে তা করতে পেরেছেন। রবীন্দ্রনাথের বহুবিধ রচনার মধ্যে অপেক্ষাকৃত কম আলোচ্য বোধহয় তাঁর ভ্রমণ বিষয়ক গদ্যগুলি। আজ আমরা তাঁর এরকমই একটি লেখা পাঠ করতে চলেছি। রবীন্দ্রনাথ ১৯১২ সালে বিদেশযাত্রার প্রারম্ভে ও পরে ইংল্যান্ড ও আমেরিকায় ভ্রমণকালে যাত্রাপথের অভিজ্ঞতাকে লিপিবদ্ধ করেছিলেন। যখন যে শহরে নেমেছেন, লিখেছেন সেস্থানের কথা। কখনও লিখেছেন আরব সাগরের কথা আবার কখনও বা লোহিত সাগরের। যাত্রাপথে যখন মিলিত হয়েছেন কোনও সাহিত্যিকের সঙ্গে এসেছে সে সব ঘটনাও। এই সমস্ত ঘটনা পরে তাঁর ‘পথের সঞ্চয়’ নামক বইতে লিপিবদ্ধ হয়েছিল।

বোম্বাইতে ভ্রমণকালে বোম্বাইয়ের মানুষের জীবন যাপন অবাক করেছিল রবীন্দ্রনাথকে। বাংলার কথা ভেবে তিনি হয়েছিলেন ব্যাথিত। আজ আমরা পড়ছি কবিগুরুর ‘বোম্বাই শহর’ লেখাটি। লেখাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩১৯ বঙ্গাব্দে। তত্ত্ববোধনী পত্রিকার আষাঢ় সংখ্যায়।

...more
View all episodesView all episodes
Download on the App Store

Clock TowerBy Kaushik Roy