
Sign up to save your podcasts
Or
কালকাতায় প্রথম গির্জা তৈরি করেছিল আর্মেনিয়রা। ইংরেজরা যখন কলকাতা আসে তখন তাঁরা সেই গির্জাই ব্যবহার করত। এরমধ্যে জব চার্ণক পাকাপাকি কলকাতা বসবাস শুরু করলে তাঁর মনে হয় এ পোড়া দেশে উৎসব তো কিছু নেই, তাই শুরু করলেন বড়দিন পালন। মজার ব্যাপার হল এই বড়দিন প্রভু যিশুর জন্মদিন হিসাবে পালিত হলেও ২০০ খ্রিস্টাব্দ অবধি খ্রিস্টান ক্যালেন্ডারে এরকম কোনও উৎসবের দিন ছিলই না। ৪০০ খ্রিস্টাব্দে পোপ তথা ধর্মগুরুরা ২৫শে ডিসেম্বর বড়দিন পালনের কথা ঘোষণা করলেন। ইংরেজদের তৈরি চার্চ একসময় ভেঙে দিয়েছিলেন নবাব সিরাজ। আরও পরে স্থানাভাব দেখা দিলে শুরু হয় সেন্ট পল ক্যাথিড্রাল। এরকম আরও অনেক অজানা গল্প নিয়ে থাকছে এই পর্ব।
সাউন্ড ডিজাইন- শঙ্খ বিশ্বাস।
ভাষ্য- কৌশিক রায়
কালকাতায় প্রথম গির্জা তৈরি করেছিল আর্মেনিয়রা। ইংরেজরা যখন কলকাতা আসে তখন তাঁরা সেই গির্জাই ব্যবহার করত। এরমধ্যে জব চার্ণক পাকাপাকি কলকাতা বসবাস শুরু করলে তাঁর মনে হয় এ পোড়া দেশে উৎসব তো কিছু নেই, তাই শুরু করলেন বড়দিন পালন। মজার ব্যাপার হল এই বড়দিন প্রভু যিশুর জন্মদিন হিসাবে পালিত হলেও ২০০ খ্রিস্টাব্দ অবধি খ্রিস্টান ক্যালেন্ডারে এরকম কোনও উৎসবের দিন ছিলই না। ৪০০ খ্রিস্টাব্দে পোপ তথা ধর্মগুরুরা ২৫শে ডিসেম্বর বড়দিন পালনের কথা ঘোষণা করলেন। ইংরেজদের তৈরি চার্চ একসময় ভেঙে দিয়েছিলেন নবাব সিরাজ। আরও পরে স্থানাভাব দেখা দিলে শুরু হয় সেন্ট পল ক্যাথিড্রাল। এরকম আরও অনেক অজানা গল্প নিয়ে থাকছে এই পর্ব।
সাউন্ড ডিজাইন- শঙ্খ বিশ্বাস।
ভাষ্য- কৌশিক রায়