London Radio

চীন আমেরিকায় বেলুনকান্ড এবং ফিলিস্তিন ইসরায়েল সঙ্ঘাত-যা বলছে জাতিসংঘ


Listen Later

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের গোয়েন্দা বা নজরদারিমূলক বেলুন ভেসে বেড়ানোর ঘটনা অনেক বিস্ময়ের জন্ম দিয়েছে। এর একটি হলো, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে নজরদারি করার জন্য চীন কেন তুলনামূলক কম আধুনিক উপকরণ ব্যবহার করতে চাইল।

চীন বলেছে, যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের আকাশে যে বেলুন উড়তে দেখা গেছে, প্রকৃতপক্ষে সেটি আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত একটি আকাশযান। এটি বাতাসের কারণে পরিকল্পিত যাত্রাপথ থেকে লক্ষ্যচ্যুত হয়েছে। তবে, চীন যা–ই বলুক, মার্কিন কর্মকর্তাদের ধারণা, এটি ‘বেশি উঁচুতে ভেসে বেড়াতে সক্ষম গোয়েন্দা বা নজরদারিমূলক’ উপকরণ।

.......

মধ্যপ্রাচ্যের দুই বিবদমান জাতি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত দিন দিন আরও তীব্র হয়ে উঠছে। দুই জাতির মধ্যে বাড়তে থাকা এই সংঘর্ষ উভয়কেই ‘খাদের কিনারায়’ নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জেরুজালেমে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত টর ওয়েন্নেসল্যান্ড।

.......

...more
View all episodesView all episodes
Download on the App Store

London RadioBy London Times