
Sign up to save your podcasts
Or
বর্তমান চতুর্দশতম দালাই লামার আসল নাম তেনজিন গিয়াৎসু। তাঁকে দুই বছর বয়সে তাঁকে খুঁজে এনেছিলেন বৌদ্ধ লামারা। তিনি নাকি ছিলেন ত্রয়োদশ দালাই লামার পুনর্জন্ম। অলৌকিক তাঁর ক্ষমতা ও আলৌকিক তিব্বতের দালাই লামা নির্বাচনের পদ্ধতি। আজকের পর্বে আমরা কথা বলছি কীভাবে তিব্বতে একজন দালাই লামাকে নির্বাচন করা হয়? তিব্বতের অদ্ভুত ও আলৌকিক এই নির্বাচনের পদ্ধতি শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি! আসলে এখনও এই পৃথিবী অজানা কোনও কোণে এমন অনেক কিছুই ঘটে যার যুক্তিতে তুলনা চলে না। তিব্বত পৃথিবীর সেই গুটি কয়েক রহস্যময় জায়গাগুলির মধ্যে একটি। শুনতে থাকুন আজকের পুরো পর্ব আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, এসব কথা আপনাদের বিশ্বাস হয় কিনা।
বর্তমান চতুর্দশতম দালাই লামার আসল নাম তেনজিন গিয়াৎসু। তাঁকে দুই বছর বয়সে তাঁকে খুঁজে এনেছিলেন বৌদ্ধ লামারা। তিনি নাকি ছিলেন ত্রয়োদশ দালাই লামার পুনর্জন্ম। অলৌকিক তাঁর ক্ষমতা ও আলৌকিক তিব্বতের দালাই লামা নির্বাচনের পদ্ধতি। আজকের পর্বে আমরা কথা বলছি কীভাবে তিব্বতে একজন দালাই লামাকে নির্বাচন করা হয়? তিব্বতের অদ্ভুত ও আলৌকিক এই নির্বাচনের পদ্ধতি শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি! আসলে এখনও এই পৃথিবী অজানা কোনও কোণে এমন অনেক কিছুই ঘটে যার যুক্তিতে তুলনা চলে না। তিব্বত পৃথিবীর সেই গুটি কয়েক রহস্যময় জায়গাগুলির মধ্যে একটি। শুনতে থাকুন আজকের পুরো পর্ব আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, এসব কথা আপনাদের বিশ্বাস হয় কিনা।