
Sign up to save your podcasts
Or


জীবনমুখী বাংলা গান লিখে সব শ্রেণী পেশার মানুষের মনে জায়গা করে নিয়েছেন দেশের বরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। চার দশকেরও অধিক সময় ধরে নিরন্তর লিখে চলেছেন মর্মস্পর্শী গান। চলচ্চিত্র কিংবা অডিও এ্যালবামের গানে যার জাদুকরী স্পর্শ তাকে সঙ্গীতাঙ্গনে দেশজোড়াখ্যাতি এনে দিয়েছে। তিনি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন থেকেই আমার জ্ঞাতে হউক বা অজ্ঞাতে হউক গান লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। সেই মানুষটির সাথেই আজকে অনেক কথা হলো জীবন নিয়ে, সমাজ এবং মানবিক মূল্যবোধ নিয়ে। শুনুন আশা করি সবার ভালোলাগবে
By Pinky Chettriজীবনমুখী বাংলা গান লিখে সব শ্রেণী পেশার মানুষের মনে জায়গা করে নিয়েছেন দেশের বরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। চার দশকেরও অধিক সময় ধরে নিরন্তর লিখে চলেছেন মর্মস্পর্শী গান। চলচ্চিত্র কিংবা অডিও এ্যালবামের গানে যার জাদুকরী স্পর্শ তাকে সঙ্গীতাঙ্গনে দেশজোড়াখ্যাতি এনে দিয়েছে। তিনি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন থেকেই আমার জ্ঞাতে হউক বা অজ্ঞাতে হউক গান লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। সেই মানুষটির সাথেই আজকে অনেক কথা হলো জীবন নিয়ে, সমাজ এবং মানবিক মূল্যবোধ নিয়ে। শুনুন আশা করি সবার ভালোলাগবে