
Sign up to save your podcasts
Or


প্রথম পর্ব শুনতে ক্লিক করুন
রাঙামামা বলে উঠলেন, “আর ঠিক এখানেই ভগবান কৃষ্ণকে একটু আলাদা রেখে, কৃষ্ণ চরিত্রটিকে বিশ্লেষণ করলে দেখা যায় তিনি ঠিক কতটা ধুরন্ধর রাজনীতিবিদ ছিলেন। কৃষ্ণ বুঝলেন কৌরবরা ধীরে ধীরে হস্তিনাপুরের দখল নিচ্ছে, তাই তিনি পাণ্ডবদের পক্ষ নিলেন। অথচ যখনই কোনও না কোনও পাণ্ডবের উত্তরসূরীর উৎপত্তি হয়েছে, কৃষ্ণ খুব সুচারুভাবে তাঁকে যুদ্ধের মাঠে নামিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছেন। ঘটোৎকচ থেকে বাকি পাণ্ডবদের সমস্তপুত্রদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা তিনি সুনিশ্চিত করলেন। ভালো করে খেয়াল করলে দেখবে, অভিমন্যু ছিলেন সুভদ্রার পুত্র। যাদব বংশীয়। অথচ কৃষ্ণ তাঁকেও সরিয়ে দিলেন। তিনি অভিমন্যুর পুত্র পরীক্ষিৎ-কে যুদ্ধশেষে অবশেষ রাখলেন। যাতে পুরো আর্যার্তের নতুন অধিপতির শরীরে থাকে যাদবদের রক্ত। ঠিক সেই কারণেই তিনি যাদবদের কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে দেননি। কিন্তু প্রতিপক্ষহীন আর্যাবর্তে যাদবরা নিজেরাই মারামারি করে শেষ হয়ে যায়।”
By Kaushik Royপ্রথম পর্ব শুনতে ক্লিক করুন
রাঙামামা বলে উঠলেন, “আর ঠিক এখানেই ভগবান কৃষ্ণকে একটু আলাদা রেখে, কৃষ্ণ চরিত্রটিকে বিশ্লেষণ করলে দেখা যায় তিনি ঠিক কতটা ধুরন্ধর রাজনীতিবিদ ছিলেন। কৃষ্ণ বুঝলেন কৌরবরা ধীরে ধীরে হস্তিনাপুরের দখল নিচ্ছে, তাই তিনি পাণ্ডবদের পক্ষ নিলেন। অথচ যখনই কোনও না কোনও পাণ্ডবের উত্তরসূরীর উৎপত্তি হয়েছে, কৃষ্ণ খুব সুচারুভাবে তাঁকে যুদ্ধের মাঠে নামিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছেন। ঘটোৎকচ থেকে বাকি পাণ্ডবদের সমস্তপুত্রদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা তিনি সুনিশ্চিত করলেন। ভালো করে খেয়াল করলে দেখবে, অভিমন্যু ছিলেন সুভদ্রার পুত্র। যাদব বংশীয়। অথচ কৃষ্ণ তাঁকেও সরিয়ে দিলেন। তিনি অভিমন্যুর পুত্র পরীক্ষিৎ-কে যুদ্ধশেষে অবশেষ রাখলেন। যাতে পুরো আর্যার্তের নতুন অধিপতির শরীরে থাকে যাদবদের রক্ত। ঠিক সেই কারণেই তিনি যাদবদের কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে দেননি। কিন্তু প্রতিপক্ষহীন আর্যাবর্তে যাদবরা নিজেরাই মারামারি করে শেষ হয়ে যায়।”