ছোটবেলা থেকে লেখকের সঙ্গে সখ্যতা ছিল সুরবালার। নিবিড় বন্ধুতায় মিশে ছিল অধিকারবোধ, আনুগত্য। আর কোথাও হয়তো ছিল একটা নিবিড় টান। ছোটবেলায় যেমন মানুষ চায় পাহাড় ভেঙে ফেলবে, যুবক লেখকেরও একসময় তাই মনে হত। গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিলেন শহরে। কলকাতায়। পড়াশুনার জন্য। ভাল চাকরির জন্য। অবজ্ঞা করেছিলেন সুরবালার সঙ্গে বিবাহের প্রস্তাব। কিন্তু তারপর? জীবনের আরেক অধ্যায়ে কী অনুতাপ করে কাটলো তাঁর? কিন্তু কেন? সুরবালা কি সত্যি লেখকের শুধুই বাল্যসখীই ছিলেন? সেই একরাতে কী অনুভব করলেন তিনি? শুনুন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আদ্যন্ত প্রেমের ছোটগল্প ''একরাত্রি''।
Audio copyright owned by Kabbik Audiobook & Podcast