মানুষের মনের হদিস পাওয়া খুব কঠিন কাজ। তার থেকে কঠিন সময়!!!!!সময় যে কাকে কখন কোন রূপে অভিনয় করিয়ে নেয় আমরা তা অনেক সময় উপলব্ধি করতে পারি না।মনে হয় তখন যেটা করছি সেটা ঠিক করছি। কিন্তু পরক্ষণেই অনুতাপ হলেও পরিস্থিতির চাপে পড়ে অনেক অঘটন ঘটে যায়। চারপাশে থাকা বন্ধু-বান্ধব পরিবার-পরিজন বুঝে উঠতে পারে না কেন এত পরিবর্তন। কিন্তু যে পরিবর্তিত হয় সেই জানে কত বেদনার অশ্রু ঝরে, মন কত ক্ষত-বিক্ষত হয়।😭😭😭😭।মাঝে মাঝে সমাজের ভয়ে কত ভালো লাগা, ভালোবাসা বিসর্জন দিতে হয়,শুধু লোকদেখানো ভালো থাকার জন্য। কিন্তু মন কেঁদে চলে নিরন্তর.......🙏🙏🙏🙏🙏🙏