পৃথিবীর কোথায় এমন রেস্টুরেন্ট আছে জানেন কি যেখানে আপনি অর্ডার করলেন এক ধরণের খাবার, আর সার্ভ হতে দেখলেন পেয়েছেন পুরো অন্য ডিশ? আপনি প্রতিবাদ করতে পারবেন না কারণ ওই রেস্টুরেন্টে খেতে গেলেই শর্ত আছে যে যেমন খাবারই দেওয়া হোক না কেন আপনাকে সেটাই খেতে হবে! আর বিলও পুরোই মেটাতে হবে! রেস্টুরেন্টটি আজব হলেও ভিড় কিন্তু সেখানে কম নেই! রেস্টুরেন্টটির নাম হল,'The Restaurant of mistaken orders' !! আসুন বিস্তারিত জেনে নিই এই রেস্টুরেন্টটির সম্বন্ধে।