হোয়াটস এ্যপের নতুন আপডেটের পর এলন মাস্ক থেকে শুরু করে ওয়ানটাইম কাপে রং চা খাওয়া এই আমিও WhatsApp এর ডাটা সিকিউরিটি নিয়ে চিন্তিত হয়ে পরলাম। যদিও লাস্ট কবে আমার WhatsApp এ ম্যসেজ এসেছিল তা আমি নিজেই ভুলে গেছি। তাও চলেন আজকে কথা বলি End to End Encryption নিয়ে।
হ্যালো জনগন কেমন আছেন সবাই আমি দেব দেবাশীষ ভুলে গেছি আমার পডকাস্ট সিরিজের নাম, আজকে কথা বলব End To End Encryption নিয়ে।