Insight Dialogues

Episode 10 :Al-Aqsa needs Liberation; not Condemnation or Donation | Insight Dialogues


Listen Later

১৯২৪ সালে খিলাফত ধ্বংশের পর যে ইস্যুগুলো মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরন ঘটিয়েছে তার মধ্যে আল আকসা মসজিদ এর অপবিত্রতা ও ফিলিস্তিনি মুসলিমদের হত্যা সবচেয়ে বেদনাদায়ক। গত ৭৫ বছরের বেশি সময় ধরে অভিশপ্ত ইহুদীরা মুসলিমদের ১ম কেবলা বাইতুল মাকদিসকে অপবিত্র করে আসছে। মুসলমানদের পবিত্র ভূমি দখল করে দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি মুসলিমদেরকে গাজা ও পশ্চিমতীরে খোলা কারাগারে বাস করতে বাধ্য করছে। গত ৭৫ বছরে হাজার হাজার মুসলিমদের রক্তে ইসরাইলি বাহিনীর হাত রঞ্জিত । গত দুই সপ্তাহে প্রায় ৫৫০০ মুসলিমকে তারা হত্যা করেছে তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। মুসলিম শাসকদের নিরবতার কারনে তারা তা করতে সাহস পেয়েছে । তাছাড়া বিশ্ব সন্ত্রাসী রাষ্ট্রগুলো যার মধ্যে আমেরিকা ও বৃটেন অন্যতম তাদের প্রত্যক্ষ মদদে মুসলিম নিধন হচ্ছে । গাজার ক্ষুদ্র মুজাহিদ বাহিনী ‘আল আকসা ফ্লাড’ পরিচালনার মাধ্যমে মুসলিম বিশ্বের ৫০ লাখ সামরিক বাহিনীকে বুঝিয়ে দিয়েছে পবিত্র ভূমিকে মুক্ত করার একটাই সমাধান তা হলো মুসলিম বাহিনী একজন খলিফার নেতৃত্বে পবিত্র ভূমি দখলদার মুক্ত করবে। আপনারা জানেন ইসরাইল হলো মুসলিম শাসকদের ছায়া। যদি মুসলিম বিশ্বের দালাল শাসকদের অপসারন করা হয় তবে তাদের ছায়া তথাকথিত ইসরাইল রাষ্ট্র থাকবেনা। এই বাস্তবতায় আজকের আলোচনা, ‘Al-Aqsa needs Liberation; not Condemnation or Donation’

--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/the-shepherd5/message

Hosted on Acast. See acast.com/privacy for more information.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Insight DialoguesBy InsightDialogues