Insight Dialogues

Episode 8 : Understanding the Promises of Rasol Allah (sm) | Insight Dialogues


Listen Later

বর্তমান মুসলিম বিশ্বে ধর্মনিরপেক্ষ শাসকগন মুসলিমদেরকে বিভিন্ন ধরনের প্রমিজ করে। যার প্রায় কিছুই বাস্তবায়িত হয় না। এ সকল মিথ্যা প্রমিজগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রমিজ অন্যতম। বর্তমান সরকার জনগনকে ১০ টাকা কেজি চালের প্রমিজ করেছিল যা মিথ্যায় পর্যবসিত হয়েছে। অর্থনৈতিক মুক্তির কথা বলে এক দল ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্টার কথা বলছে আরেকদল গনতন্ত্রের কথা বলে ‘টেক ব্যাক বাংলাদেশ’ এর প্রমিজ করছে। এ সকল প্রতিশ্রুতি জনগনকে ধোকা দেয়ার জন্য দেয়া হচ্ছে। শুধু এদেশেই নয় মুসলিম বিশ্বের প্রতিটি দেশেই এরকম মিথ্যা প্রমিজ দেয়া হয়। গত ৫০ বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনি মুসলিমদের কে তথাকথিত স্বাধীনতার প্রমিজ করে মুসলিম বিশ্বের দালাল শাসকগন ইহুদীদের সাথে সম্পর্কোন্নয়নের চেষ্ঠা অব্যাহত রেখেছে। অন্যদিকে আল্লাহর রাসূল স: এর প্রমিজও আমাদের সামনে আছে যা আমরা হাদিসগুলোতে দেখতে পাই। বর্তমান ধর্মনিরপেক্ষ শাসকদের প্রমিজ আমাদেরকে ব্যথিত করে অন্যদিকে আল্লাহর রাসূল স: এর প্রমিজ আমাদেরকে উৎসাহিত করে। এই বাস্তবতায় আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু: “Understanding the Promises of Rasol Allah (sm).”

--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/the-shepherd5/message

Hosted on Acast. See acast.com/privacy for more information.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Insight DialoguesBy InsightDialogues