
Sign up to save your podcasts
Or


চারশো বছর পুরানো চার্চ। বাংলার প্রথম চার্চ। খোদ সম্রাট শাহজাহান যে চার্চ ভেঙে দিয়েছিলেন, তা গড়ার জন্য পরে নিজেই ৭৭৭ একর জমি দিয়েছিলেন। কেন? কোন গির্জা? গল্প হবে আজকের পর্বে। ভাস্কো দা গামা ভারতে পা রাখার পর থেকে সবকটা সমৃদ্ধ বন্দর নগরীতেই পোর্তুগিজরা অধিকার লাভের চেষ্টা করে যাচ্ছিল। এভাবেই পোর্তুগিজরা ১৫৩৪ সালে চট্টগ্রামে এসে পৌঁছাল এবং সেখানেই তাঁরা বাণিজ্য শুরু করে। কিন্তু পোর্তুগিজদের দুর্ব্যবহারের কারণে তৎকালীন বাংলার শাসক মহম্মদ শাহ তাঁদের গ্রেফতার করেন। একই বছর শের শা সুরি বাংলা আক্রমণ করে মহম্মদ শাহকে কোণঠাসা করে ফেলেন। মহম্মদ শাহ বুঝলেন শের শাকে রুখতে হলে তাঁকে পোর্তুগিজদের সঙ্গে হাত মেলাতে হবে। তিনি তাই করলেনও, পোর্তুগিজরাও এতে রাজি হল, কারণ তা তাদের জন্য বাংলায় ব্যবসার দ্বার অনেকটা উন্মুক্ত করে দেয়। ১৫৩৭ সালে অ্যাডমিরাল সাম্পোয়া মহম্মদ শাহকে যুদ্ধে সহায়তা দান করে শের শাকে পরাস্ত করেছিলেন। এই যুদ্ধ জয়ের পুরস্কার হিসাবে পোর্তুগিজরা গঙ্গার তীরে কুঠি গড়ার অধিকার পেল। ধীরে ধীরে মোগল বাদশাদের সঙ্গেও সখ্যতা বাড়াচ্ছিল পোর্তুগিজরা, কারণ তারা বাংলা ও ভারতের বিভিন্ন প্রান্তে পোর্তুগিজ কলোনি স্থাপনের জন্য জমির খোঁজ করছিল। ১৫৭১ সালে আকবর হুগলীতে পোর্তুগিজদের একটি শহর স্থাপনের অনুমতি দিলেন। প্রথমে ১৫৭৯ সালে বাণিজ্যকুঠি পরে তা রক্ষার জন্য দূর্গ নির্মাণ করল তারা। তৎকালীন দুর্গপ্রধান পেড্রো তাভারেস বন জঙ্গল সাফ করে বসালেন নতুন শহর। নাম উগোলিম । ইংলিশে আগলি। সেই নাম অপভ্রংশ হতে হতে শেষ অবধি এখন কী হয়েছে?
Script: Kaushik Roy
Voice: Sankha Biswas
Sound Design: Sankha Biswas
By Kaushik Royচারশো বছর পুরানো চার্চ। বাংলার প্রথম চার্চ। খোদ সম্রাট শাহজাহান যে চার্চ ভেঙে দিয়েছিলেন, তা গড়ার জন্য পরে নিজেই ৭৭৭ একর জমি দিয়েছিলেন। কেন? কোন গির্জা? গল্প হবে আজকের পর্বে। ভাস্কো দা গামা ভারতে পা রাখার পর থেকে সবকটা সমৃদ্ধ বন্দর নগরীতেই পোর্তুগিজরা অধিকার লাভের চেষ্টা করে যাচ্ছিল। এভাবেই পোর্তুগিজরা ১৫৩৪ সালে চট্টগ্রামে এসে পৌঁছাল এবং সেখানেই তাঁরা বাণিজ্য শুরু করে। কিন্তু পোর্তুগিজদের দুর্ব্যবহারের কারণে তৎকালীন বাংলার শাসক মহম্মদ শাহ তাঁদের গ্রেফতার করেন। একই বছর শের শা সুরি বাংলা আক্রমণ করে মহম্মদ শাহকে কোণঠাসা করে ফেলেন। মহম্মদ শাহ বুঝলেন শের শাকে রুখতে হলে তাঁকে পোর্তুগিজদের সঙ্গে হাত মেলাতে হবে। তিনি তাই করলেনও, পোর্তুগিজরাও এতে রাজি হল, কারণ তা তাদের জন্য বাংলায় ব্যবসার দ্বার অনেকটা উন্মুক্ত করে দেয়। ১৫৩৭ সালে অ্যাডমিরাল সাম্পোয়া মহম্মদ শাহকে যুদ্ধে সহায়তা দান করে শের শাকে পরাস্ত করেছিলেন। এই যুদ্ধ জয়ের পুরস্কার হিসাবে পোর্তুগিজরা গঙ্গার তীরে কুঠি গড়ার অধিকার পেল। ধীরে ধীরে মোগল বাদশাদের সঙ্গেও সখ্যতা বাড়াচ্ছিল পোর্তুগিজরা, কারণ তারা বাংলা ও ভারতের বিভিন্ন প্রান্তে পোর্তুগিজ কলোনি স্থাপনের জন্য জমির খোঁজ করছিল। ১৫৭১ সালে আকবর হুগলীতে পোর্তুগিজদের একটি শহর স্থাপনের অনুমতি দিলেন। প্রথমে ১৫৭৯ সালে বাণিজ্যকুঠি পরে তা রক্ষার জন্য দূর্গ নির্মাণ করল তারা। তৎকালীন দুর্গপ্রধান পেড্রো তাভারেস বন জঙ্গল সাফ করে বসালেন নতুন শহর। নাম উগোলিম । ইংলিশে আগলি। সেই নাম অপভ্রংশ হতে হতে শেষ অবধি এখন কী হয়েছে?
Script: Kaushik Roy
Voice: Sankha Biswas
Sound Design: Sankha Biswas