এমন কোনো বাঙালি নেই, যিনি অন্তত একবার শিবপুর বটানিক্যাল গার্ডেন বেড়াতে আসেননি। এশিয়ার এই বৃহৎ উদ্যানকে যেমন ঘিরে রয়েছে এক অনবদ্য ইতিহাস, তেমনই রহস্য। এমনই এক রহস্যময় জায়গা রক্সবার্গ সাহেবের বাংলো। ইতিহাস মিশ্রিত সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একদম নতুন এক কাহিনি।