হৈমন্তী একজন রূপবতী ও গুণী তরুণী। কিন্তু শ্বশুরবাড়ির মানুষের অবহেলায় সে যেন ফুলের মতো ক্রমশঃ বিবর্ণ হয়ে যেতে থাকে! বাংলা থেকে দূরে পাহাড়ের দেশে নিজের বাবার কাছে ওর বড় হয়ে ওঠা। অত্যন্ত আত্মবিশ্বাসী হৈমন্তী যখন বিয়ে করে স্বামীর ঘরে যায় তখন থেকেই তার প্রতি একধরনের অবহেলা ও অমনোযোগিতা প্রকাশ করে তার শ্বশুরবাড়ির লোকজন। হৈমন্তীর শ্বশুরবাড়ির লোকজন মনে করেছিল বাবার একমাত্র মেয়ে হওয়াতে তাদের ছেলে হয়তো প্রচুর পয়সার মালিক হবে, শ্বশুরের সম্পত্তির ভার তাদের ছেলের হাতে এসেই পড়বে। কিন্তু তেমনটি ঘটেনি।
Audio copyright owned by Kabbik Audiobook & Podcast