In Australia, 90 per cent of women who have sought support for domestic violence have experienced financial abuse, and experts say migrant women are more at risk. - অস্ট্রেলিয়ায় প্রতি চার জন নারীর মধ্যে একজন ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন। যাঁরা সাহায্য চেয়েছেন, তাঁদের ৯০ শতাংশই আর্থিক নির্যাতনের শিকার হয়েছেন। এসবিএস এক্সামিনসের এই পর্বে আমরা আর্থিক নির্যাতন এবং অভিবাসী নারীদের উপর এর প্রভাব নিয়ে অনুসন্ধান করেছি।