Clock Tower

ইউরোপের সেনাপ্রধানদের পোশাক আলগা হয়ে যেত যাঁর সামনে


Listen Later

১৫ই অক্টোবর ১৯১৭। সকাল চারটেতে দুজন মহিলা পাদ্রী নিয়ে কারাকক্ষে ঢুকে এলো কিছু ফরাসী সেনা। কারাকক্ষে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন একজন মহিলা। তিনি সবাইকে দেখে একটু বিরক্ত হয়েই প্রশ্ন করলেন, “এত সকালে কি মৃত্যুদন্ড কার্যকর না করলেই নয়? আমরা কি বিকালে তিনটের দিকে খেয়ে দেয়ে তারপরে যেতে পারি না?”

কারাকক্ষে দাঁড়ানো পাদ্রী ও সেনারা মাথা নেড়ে অসম্মতি জানায়। ভদ্র মহিলা নিজের জীবনের শেষ দুই ঘণ্টার জন্য তৈরি হতে শুরু করেন। কোথাও বের হওয়ার আগে প্রত্যেক বারের মতই এবারও বেশ করে সাজলেন- দামী পোষাক, হিল তোলা জুতো, গায়ে শাল, মাথায় সুদৃশ্য টুপি আর হাতে লম্বা গ্লাভস। কিন্তু পার্থক্য এবার তিনি নিজেও জানেন এটাই তাঁর শেষবার! তাই হয়ত একটু বেশিই সময় নিলেন সাজতে।
.
.
গুপ্তচরবৃত্তির ইতিহাসে মাতাহারি ছিলেন এক গ্ল্যামারাস চরিত্র। তাঁর সামনে জার্মান সেনাপ্রধান থেকে ইউরোপের তাবড় তাবড় নেতাদের পোশাকের বাঁধন আলগা হয়ে যেত। তাঁর রূপের মোহ আর শরীরী বিভঙ্গে এক সময় মেতে উঠেছিল গোটা ইউরোপ। এ হেন এক চরিত্র কীভাবে পা বাড়লেন গুপ্তচরবৃত্তির রাস্তায়? কী হয়েছিল শেষ পরিণতি।
পর্বপাঠ- মৌটুসী মৈত্র
বিভিন্ন চরিত্রে- শঙ্খ ও বর্ণিশা ভট্টাচার্য
সাউন্ড ডিজাইন - শঙ্খ
কভার - রৌনক
মূল রচনা ও স্ক্রিপ্ট - কৌশিক রায়

...more
View all episodesView all episodes
Download on the App Store

Clock TowerBy Kaushik Roy