"জনগণে যারা জোঁক -সম শোষে তারে মহাজন কয়,/সন্তান -সম পালে যারা জমি তারা জমিদার নয়।"!!!!!!......ফরিয়াদ -কাজী নজরুল ইসলাম।৷ জোঁক গল্পে মূলত বাংলার কৃষকদের তেভাগা আন্দোলনের ছবি ফুঁটিয়ে তুলেছেন লেখক। নিরক্ষর চাষিরা মিথ্যা দেনার দায়ে সর্বস্ব হারানোর শোকে জমিদারের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। অত্যাচারী চিরকাল অত্যাচর চালিয়ে যেতে পারে না। এক সময় অত্যাচারীকেও মাথা নত করে নিতে হয়।