Clock Tower

কেমন ছিল কলকাতার বাবুরা? | Old Kolkata Babu story| #kolkata #bengali #oldcalcutta


Listen Later

১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পরে এদেশে রাজা, বাদশা আর নবাবদের অন্তিম প্রহর ধুরু হয়ে গিয়েছিল। রবার্ট ক্লাইভ এসে জাঁকিয়ে বসলেন কলকাতায়। বাংলার নতুন রাজধানী কলকাতা । সিরাজ আগেই কলকাতার বেশিরভাগটাই ভেঙে-চুরে তছনছ করে গিয়েছিলেন। ক্লাইভ তাই কলকাতাকে নতুন করে সাজানোর ব্যবস্থা করলেন। গড়ে উঠল ইউরোপীয়দের জন্য হোয়াইট টাউন আর দেশীয় প্রজাদের জন্য ব্ল্যাক টাউন।

নেটিভদের মধ্যে শেঠ বসাকদের রমরমা তখন কলকাতায়। এছাড়া উমিচাঁদ, জগৎশেঠ, ব্ল্যাক জমিদার গোবিন্দরাম মিত্র'র মতো বিত্তবানেরা ইংরেজদের পরম বন্ধু। ঠিক সেই সময়ে কলকাতায় জন্ম নিল একদল নতুন গোষ্ঠী। 'কলিকাতার বাবু’। যাঁদের হাতে ছিল প্রচুর টাকা। সেই অর্থে ছিল না কোনও দায়ভার। তাই দুইহাতে বিড়ালের বিয়ে হোক, বাইজির নাচ বা পায়রা ওড়ানো - সবেতে তাঁরা টাকা ওড়াতেন। আজ এই পর্বে থাকছে পুরানো কলিকাতার সেই বাবু-কালচারের গল্প।

...more
View all episodesView all episodes
Download on the App Store

Clock TowerBy Kaushik Roy