
Sign up to save your podcasts
Or
মেরী পরামর্শ দিলেন যীশু যদি নিজের ব্যক্তিত্ব দিয়ে দক্ষিণের সবকটা ছোট ছোট রেবেল গ্রুপকে প্রভাবিত করে এক ছাতার তলায় নিয়ে আসতে পারেন তবে এই আন্দোলন সত্যিই এক অন্য মাত্রা পাবে। রোমান সাম্রাজ্যের ভীত নড়ে যাবে সেই ঐক্যবদ্ধ আন্দোলনের জেরে। এক স্বাধীন ইজরায়েলের জন্ম হবে যেখানে যীশুর মতাদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। যীশু ইতিমধ্যেই মেরী ম্যাগডালেন’এর দ্বারা প্রভাবিত ছিলেন। মেরীর এই পরামর্শ তাকে আরও গভীরভাবে প্রভাবিত করল। মেরী ম্যাগডালেন’এর পরামর্শ দান এবং যীশুর এই সিদ্ধান্ত অবশ্য সবাইকে প্রসন্ন করতে পারলো না। এই সময় থেকেই শুরু হল যীশুর দলের মধ্যে এক অন্তর্দ্বন্দ্ব যা পরবর্তীকেলে মেরী ম্যাগডালেন’কে ইতিহাস থেকে মুছে ফেলার কাজে বড়ো ভূমিকা নিল।
.
যীশু তাঁর বারো জন অনুগামীকে সমগ্র ইজরায়েলের বারোটি পৃথক ট্রাইবকে সুরক্ষিত করার দায়িত্ব দিলেন। সেই বারোটি জনজাতির মধ্যে দক্ষিণ ইজরায়েল এবং বর্তমান প্যালেস্টাইনের কিছু অংশের মানুষও রয়েছে। তবে এর উল্লেখ ‘গসপেল অফ জন’এ অধ্যায় ৬’এর ভার্স ৭১’এ রয়েছে। দক্ষিণ ইজরায়েল এবং বর্তমান প্যালেস্টাইন’এর সেই ভূখণ্ডকে “কেরিওথ” বলে চিহ্নিত করা হয়েছে। গসপেল অফ জন-এর তথ্য অনুযায়ী যীশু সেখানে গিয়েছিলেন এবং তাঁর বারো জন অনুগামীর মধ্যে একজন ছিলেন সেই ভূখণ্ডেরই বাসিন্দা। সেই অনুগামীর নাম হল ‘জুডাস’। আর এই কেরিওথ ভূখণ্ডের জনজাতিকে সুরক্ষিত করার দায়িত্ব আসে জুডাস’এর ওপরই।
.
তাহলে এরপর কী এমন ঘটলো যার ফলে যীশুর সবচেয়ে কাছের দু’জন মানুষের মধ্যে একজন হয়ে গেল ইতিহাসের “গ্রেটেস্ট ট্রেইটর” আর অন্যজন হারিয়ে গেলেন বিস্মৃতির অন্ধকারে?
মূল রচনা - বিশ্বজিৎ সাহা
স্ক্রিপ্ট- কৌশিক রায়
বিভিন্ন চরিত্র ও পর্বপাঠ- শঙ্খ বিশ্বাস
সাউন্ড ডিজাইন- শঙ্খ বিশ্বাস
কভার - রৌণক
মেরী পরামর্শ দিলেন যীশু যদি নিজের ব্যক্তিত্ব দিয়ে দক্ষিণের সবকটা ছোট ছোট রেবেল গ্রুপকে প্রভাবিত করে এক ছাতার তলায় নিয়ে আসতে পারেন তবে এই আন্দোলন সত্যিই এক অন্য মাত্রা পাবে। রোমান সাম্রাজ্যের ভীত নড়ে যাবে সেই ঐক্যবদ্ধ আন্দোলনের জেরে। এক স্বাধীন ইজরায়েলের জন্ম হবে যেখানে যীশুর মতাদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। যীশু ইতিমধ্যেই মেরী ম্যাগডালেন’এর দ্বারা প্রভাবিত ছিলেন। মেরীর এই পরামর্শ তাকে আরও গভীরভাবে প্রভাবিত করল। মেরী ম্যাগডালেন’এর পরামর্শ দান এবং যীশুর এই সিদ্ধান্ত অবশ্য সবাইকে প্রসন্ন করতে পারলো না। এই সময় থেকেই শুরু হল যীশুর দলের মধ্যে এক অন্তর্দ্বন্দ্ব যা পরবর্তীকেলে মেরী ম্যাগডালেন’কে ইতিহাস থেকে মুছে ফেলার কাজে বড়ো ভূমিকা নিল।
.
যীশু তাঁর বারো জন অনুগামীকে সমগ্র ইজরায়েলের বারোটি পৃথক ট্রাইবকে সুরক্ষিত করার দায়িত্ব দিলেন। সেই বারোটি জনজাতির মধ্যে দক্ষিণ ইজরায়েল এবং বর্তমান প্যালেস্টাইনের কিছু অংশের মানুষও রয়েছে। তবে এর উল্লেখ ‘গসপেল অফ জন’এ অধ্যায় ৬’এর ভার্স ৭১’এ রয়েছে। দক্ষিণ ইজরায়েল এবং বর্তমান প্যালেস্টাইন’এর সেই ভূখণ্ডকে “কেরিওথ” বলে চিহ্নিত করা হয়েছে। গসপেল অফ জন-এর তথ্য অনুযায়ী যীশু সেখানে গিয়েছিলেন এবং তাঁর বারো জন অনুগামীর মধ্যে একজন ছিলেন সেই ভূখণ্ডেরই বাসিন্দা। সেই অনুগামীর নাম হল ‘জুডাস’। আর এই কেরিওথ ভূখণ্ডের জনজাতিকে সুরক্ষিত করার দায়িত্ব আসে জুডাস’এর ওপরই।
.
তাহলে এরপর কী এমন ঘটলো যার ফলে যীশুর সবচেয়ে কাছের দু’জন মানুষের মধ্যে একজন হয়ে গেল ইতিহাসের “গ্রেটেস্ট ট্রেইটর” আর অন্যজন হারিয়ে গেলেন বিস্মৃতির অন্ধকারে?
মূল রচনা - বিশ্বজিৎ সাহা
স্ক্রিপ্ট- কৌশিক রায়
বিভিন্ন চরিত্র ও পর্বপাঠ- শঙ্খ বিশ্বাস
সাউন্ড ডিজাইন- শঙ্খ বিশ্বাস
কভার - রৌণক