Clock Tower

কীভাবে বিজ্ঞানীরা মাপলেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব?


Listen Later

আচ্ছা বলুন তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কতটা? আপনি এক্ষুনি ভূগোল বা পদার্থবিদ্যার বই খুলে হয়তো উত্তর বলে দেবেন। কিন্তু এবার ভাবুন তো কীভাবে মাপলেন এই দূরত্ব বিজ্ঞানীরা? কয়েক শতাব্দী ধরে বহু দুর্ঘটনা ও জীবনহানির মাধ্যমে একদল উন্মাদ এই দূরত্ব মেপেছিল। এই উন্মাদের আমরা চিনি ‘বিজ্ঞানী’ নামে। বিজ্ঞান সাধনার পিছনে কতটা কষ্ট স্বীকার করতে হয়? কতটা উন্মাদ হতে হয়? আজ শোনাব সে গল্প।

.
.
ব্রিটেন ও ফ্রান্স সারা পৃথিবীতে উপনিবেশ স্থাপন করেছিল, সেই সুযোগ নিয়ে পৃথিবীর নানা জায়গা থেকে পরিক্রমণ দেখার চেষ্টা করা হয়েছিল। সেই অর্থে এটিকে প্রথম আন্তর্জাতিক স্তরে বৃহৎ বৈজ্ঞানিক প্রকল্পের নিদর্শন বলা যায়। মোট 122টি জায়গা থেকে পর্যবেক্ষণ করা হয়েছিল। তার মধ্যে আমাদের দেশও ছিল।
.
.
.
আজকের পর্বপাঠে ও দেবব্রতের চরিত্রে শঙ্খ বিশ্বাস। তিতলির চরিত্রে বর্ণিশা ভট্টাচার্য। কভার ও ভিএফএক্স ইনভিজিবলম্যান। মূল রচনা গৌতম গঙ্গোপাধ্যায়, স্ক্রিপ্ট কৌশিক রায়। গানে স্বর্ণালী ও শঙ্খ। সাউন্ড ডিজাইন শঙ্খ।
*** গ্যালিলিও-কে তৎকালীন চার্চ গৃহে অন্তরীণ করে রেখেছিল। পরবর্তীতে বন্দী অবস্থায় অন্ধ হয়ে তাঁর মৃত্যু ঘটে। ভিডিও-এর একটি অংশে 'চার্চ মৃত্যুদণ্ড দিয়েছিল' কথাটি পুরোপুরি ঠিক নয়। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা একান্তভাবে দুঃখিত।

...more
View all episodesView all episodes
Download on the App Store

Clock TowerBy Kaushik Roy