
Sign up to save your podcasts
Or
দেঁলাদ হুগলীর উপকূলে দ্বিতীয় বাণিজ্য বন্দরের খোঁজ করতে গিয়েই মোগল বাদশা ঔরংজেবের থেকে বার্ষিক চল্লিশ হাজার টাকার বিনিময়ে করমুক্ত ব্যবসার অধিকার পেলেন। গৌরহাটিতে কুঠি স্থাপন করে কাপড়ের ব্যবসা শুরু করলে নবদ্বীপ ও শান্তিপুর থেকে তাঁতিদের আগমন ঘটে। তাঁরা যেমন তাঁতি ছিল তেমনই ছিলেন বৈষ্ণব। ফলে চন্দননগরে বৈষ্ণবদের আধিক্য বাড়ল। সেই সময় চন্দননগরে এমন বড় বড় গুদাম, সৌধ তৈরি হল যে চন্দননগরকে প্রাচ্যের ভার্সাই বলা শুরু হয়েছিল।
.
আজ শুনতে থাকুক বাংলার ফরাসি উপনিবেশ চন্দননগরকে নিয়ে আমাদের এই পর্ব।
.
পর্বপাঠ- শঙ্খ
স্ক্রিপ্ট- কৌশিক রায়
সাউন্ড ডিজাইন- শঙ্খ
কভার- ইনভিজিবলম্যান
বিশেষ কৃতজ্ঞতা স্বীকার- শুভজিৎ ভড়
Follow us
দেঁলাদ হুগলীর উপকূলে দ্বিতীয় বাণিজ্য বন্দরের খোঁজ করতে গিয়েই মোগল বাদশা ঔরংজেবের থেকে বার্ষিক চল্লিশ হাজার টাকার বিনিময়ে করমুক্ত ব্যবসার অধিকার পেলেন। গৌরহাটিতে কুঠি স্থাপন করে কাপড়ের ব্যবসা শুরু করলে নবদ্বীপ ও শান্তিপুর থেকে তাঁতিদের আগমন ঘটে। তাঁরা যেমন তাঁতি ছিল তেমনই ছিলেন বৈষ্ণব। ফলে চন্দননগরে বৈষ্ণবদের আধিক্য বাড়ল। সেই সময় চন্দননগরে এমন বড় বড় গুদাম, সৌধ তৈরি হল যে চন্দননগরকে প্রাচ্যের ভার্সাই বলা শুরু হয়েছিল।
.
আজ শুনতে থাকুক বাংলার ফরাসি উপনিবেশ চন্দননগরকে নিয়ে আমাদের এই পর্ব।
.
পর্বপাঠ- শঙ্খ
স্ক্রিপ্ট- কৌশিক রায়
সাউন্ড ডিজাইন- শঙ্খ
কভার- ইনভিজিবলম্যান
বিশেষ কৃতজ্ঞতা স্বীকার- শুভজিৎ ভড়
Follow us