"বই" এমন এক বন্ধু যে শুধু দেয়, বিনিময়ে নেয় না কোন কিছু। বইকে যে ভালো বন্ধু করতে পেরেছে তাঁর কাছে দেশ-বিদেশের জ্ঞান, ভাব সাধনা অতি সহজে ধরা দিতে পারে।।।।।এখানে ভাষা চুপ করিয়া থাকে। বই ভালোবেসে পড়তে হবে ও অন্য কে পড়ার কথাও বলতে হবে।বই প্রিয় মানুষের কাছে বই হল পরম সখা।সবাই বই কে ভালোবেসে পড়ুন নিশ্চয় ই উপকার পাবেন। ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏