কখনো লক্ষ্য করেছেন? আমরা প্রত্যেকদিনের এই ঘোড়দৌড় এর রেসে একটা জিনিসকে প্রতিবার কাটিয়ে যাই - ধোঁয়া... সিগারেট এর হোক কিংবা ট্যাক্সির এক্সস্ট এর গরম চায়ের হোক কিংবা দিন শেষে একথালা গরম ভাতের , এই ধোয়া ঘিরেই চলে আমাদের জীবন... নাকি উল্টোটা?.
শুনেনিন শুভাশীষ ঘোষ এর কলমে ধোঁয়া ... লেখকের ফেসবুকে প্রোফাইল এর লিংক রইলো এখানে - https://www.facebook.com/subhasis.ghosh.180072