
Sign up to save your podcasts
Or


রাখলদাস বন্দ্যোপাধ্যায়ের নাম শোনেননি এমন বাঙালি বোধহয় খুব কমই আছে। মহেঞ্জোদারোর আবিষ্কারককে মানব সভ্যতার ইতিহাস চির স্মরণীয় করে রাখবে। অথচ এই একই রাখালদাস এক লক্ষ পঁচিশ হাজার টাকা কোন্ খাদে ব্যয় করেছেন দিতে পারেননি তার হিসাব। একাধিক আর্থিক তছরুপ, বেনিয়ম, উর্ধতন কতৃপক্ষের নির্দেশ না মানা, প্রভৃতি কারণে তাঁকে এক প্রকার জোর করেই পদত্যাগে বাধ্য করা হয়। তাঁর জীবনের গতিপথটি বড়ই বিচিত্র। তা ভালো নাকি খারাপ, তা আপনারাই বিচার করুন। আজকের পর্বে আমরা বরং শোনাই রাখালদাসের এক অজানা গল্প।
By Kaushik Royরাখলদাস বন্দ্যোপাধ্যায়ের নাম শোনেননি এমন বাঙালি বোধহয় খুব কমই আছে। মহেঞ্জোদারোর আবিষ্কারককে মানব সভ্যতার ইতিহাস চির স্মরণীয় করে রাখবে। অথচ এই একই রাখালদাস এক লক্ষ পঁচিশ হাজার টাকা কোন্ খাদে ব্যয় করেছেন দিতে পারেননি তার হিসাব। একাধিক আর্থিক তছরুপ, বেনিয়ম, উর্ধতন কতৃপক্ষের নির্দেশ না মানা, প্রভৃতি কারণে তাঁকে এক প্রকার জোর করেই পদত্যাগে বাধ্য করা হয়। তাঁর জীবনের গতিপথটি বড়ই বিচিত্র। তা ভালো নাকি খারাপ, তা আপনারাই বিচার করুন। আজকের পর্বে আমরা বরং শোনাই রাখালদাসের এক অজানা গল্প।