Birds View

নারী ক্ষমতায়নঃ দেশে ও বিদেশে


Listen Later

নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়া বিংশ শতাব্দীতে বলে গেছেন- ‘কন্যাগুলোকে সুশিক্ষিতা করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও; নিজের অন্ন-বস্ত্র উপার্জন করুক।’ তবুও এই একবিংশ শতাব্দীতে এসেও নারীরা এখনো অনেক পিছিয়ে। সভ্যতা অনেক এগিয়েছে কিন্তু তারপরও কোথায় যেন একটা ফাঁক রয়ে গেছে।সাংবিধানিক ভাবে নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান অধিকার দেয়া হলেও, আবার সেই সংবিধানের বিশেষ ধারায় নারীর সুযোগ সুবিধা সংরক্ষন করতে হয়। এই একবিংশ শতাব্দীতে এসেও নারীদের জন্য একটি দিবস পালন করতে হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, “পাখীর উড়তে গেলে যেমন দুটি ডানার প্রয়োজন ঠিক কেমনি তেমনি নারী জাতির অবস্থা উন্নত না হলে জগতের উন্নতি সম্ভব নয়।”টক শো বার্ডস ভিউ, ইথার তরঙ্গে বাংলার এবারের আয়োজনে থাকছে নারীর ক্ষমতায়ন নিয়ে কিছু ভাবনা। এই পর্বের অতিথি হিসেবে থাকছেন কিছু বিশেষজ্ঞ ও কর্মী যারা এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ থেকে অধ্যাপক সালমা আক্তার, ডঃ আফরোজা পারভীন ও ফারহানা হাফিজ এবং যুক্তরাষ্ট্র থেকে ডঃ নুসরাত আমীন ও ডঃ শাম্মী রহমান। আপনিও থাকুন আপনার সুচিন্তিত মতামত নিয়ে এই আয়োজনের সংগে। টক শো বার্ডস ভিউ, ইথার তরঙ্গে বাংলা।নারীর ক্ষমতায়ন বিষয়ে আপনার অভিমত, প্রশ্ন ও পরামর্শ থাকলে এখানে কমেন্টে দিতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথিরা সেটা নিয়ে আলোকপাত করবেন। তারা হলেনঃ

অধ্যাপক সালমা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সমাপ্ত করার পর একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। বেশকিছু আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও উন্নয়ন সহযোগী সংস্থায় সমাজবিজ্ঞানি ও জেন্ডার বিশেষজ্ঞ হিসেবে গবেষণা করছেন। যুক্তরাষ্ট্র, ক্যানাডা, ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশে কনফারেন্সে ৩০টির অধিক প্রবন্ধ (paper) উপস্হাপন করেছেন।

ডঃ শাম্মী রহমান টেক্সাস অঙ্গরাজ্যের সিটি অফ ফোর্ট ওয়ার্থে Sr Professional Engineer হিসেবে কাজ করছেন। ইউনিভার্সিটি অফ টেক্সাস, আর্লিংটন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ PhD। নানা সামজিক, সাংস্কৃতিক ও নারী সংগঠনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত।

ডঃ নুসরাত আমীন গত ১৬ বছর ধরে Daya (Domestic Violence Services) sathe কর্মরত। বর্তমান তিনি প্রতিষ্ঠানটির Senior Director। তিনি ১৯৯৯ সাল থেকে একজন আইনবিদ ও শিক্ষাবিদ হিসেবে নারীর অধিকার নিয়ে কাজ করছেন। তিনি হিউস্টোনের Rice University’s তে একজন ভিসিটিং প্রফেসর হিসেবে কাজ করছেন। জাতিসংঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। যুক্তরাজ্য থেকে Domestic Violence উপর তিনি PhD করেছেন।

ডঃ আফরোজা পারভীনঃ লেখক, সম্পাদক, গবেষক, নাট্যকার, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব। প্রকাশিত গ্রন্থসংখ্যা- ১২৫। তার গল্প নিয়ে হলিউডে স্বল্প দৈর্ঘ্যের ছায়াছবি নির্মিত হয়েছে। সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদান রাখায় রাষ্ট্রীয় বেগম রোকেয়া পদক পান ২০২২ সালে।

...more
View all episodesView all episodes
Download on the App Store

Birds ViewBy Quazi Hassan