বাংলার ভাষার বিশ্বায়নে পৃথিবীর বিভিন্ন গোলার্ধে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালীদের রয়েছে এক সুবিশাল ভূমিকা একথা আজ অনস্বীকার্য। যে মাটিতেই বাঙালী নিজের শিকড় পুনঃরোপন করেছে, সেখানেই বিস্তার করেছে সে নিজ সংস্কৃতির কৃষ্টি এবং ঐতিহ্য।অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৭তম সম্মেলন। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে ৩রা সেপ্টেম্বর উত্তর আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে এ সম্মেলনটি হয়ে উঠবে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের মিলন মেলা।এর মূল লক্ষ্য উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতিকে ধরে রাখা এবং নুতন প্রজন্মের কাছে তার প্রচার ও প্রসার। এই লক্ষ্যেই এবারের ফোবানা ডালাসের অন্যান্য আয়োজন মালার সাথে প্রথমবারে মত যুক্ত হতে চলেছে বইমেলা। ফোবানার বই মেলা নিয়ে talk show bird’s view র এবারের বিশেষ আয়োজন, বইমেলায় তাদের বই নিয়ে অংশগ্রহণকারী কজনা লেখকদের নিয়ে আলাপচারিতা