উৎসে ফেরা (Utshe Phera)

পর্ব ১ - পায়ে চলা পথ, রবীন্দ্রনাথ ঠাকুর


Listen Later

আমি রূপা চক্রবর্তী। হ্যাঁ ,কেউ কেউ আমাকে চেনেন আবৃত্তিকার হিসেবে কেউ চেনেন সঞ্চালক হিসেবে, কেউ চেনেন সংগঠক হিসেবে, কেউ চেনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে। তো এগুলো সব কিছু ছাপিয়ে আমি মনে করি আমি সেই মেয়েটি, যে মেয়েটি সাহিত্য পড়তে ভালোবাসে ,কবিতায় সারা জীবন আকন্ঠ নিম্নগ্ন ; আমি সেই মেয়ে। জীবনের মধ্য বয়স অতিক্রম করার পর আমার আবার মনে হলো যে ফিরে যাব উৎসে। আমার মিডিয়া জীবন শুরু হয়েছিল রেডিও পাকিস্তান সিলেট কেন্দ্রে রবীন্দ্রসংগীত পরিবেশনার মাধ্যমে। তারপর একই বেতার কেন্দ্রে নিয়মিত কথিকা পড়া, ধারাবর্ণনা করা এবং আবৃত্তি করা নিয়ে আমার এক মধুর সময় কেটেছে প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন।
এরপর এলো ১৯৭১ এর মার্চ। তছনছ হয়ে গেল সবকিছু । একটি নতুন দেশ পেলাম। স্বাধীন বাংলাদেশ। শুরু হল নতুন জীবন। এখানেও মঞ্চের পরেই আমার জীবন জুড়ে থাকল বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র। আরো বড় হয়ে অনার্স পড়তে এলাম ঢাকায়। বাংলা সাহিত্যে। এখানেও পড়তে পড়তে বাংলাদেশ বেতারে ছোট ছোট অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করলাম। শুরু হলো বাংলাদেশ টেলিভিশনে আবৃত্তি করা ও অনুষ্ঠান সঞ্চালনা করা। তারপর বহু জল গড়িয়ে গেছে জীবন নদীতে। বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে নিয়মিত স্পন্সরড প্রোগ্রামে কাজ করা, বিজ্ঞাপনে কণ্ঠ দেওয়া, বিভিন্ন বিষয়ভিত্তিক ডকুমেন্টারিতে কণ্ঠ দেওয়া, নতুন শুরু হওয়া প্রাইভেট টেলিভিশনে ঘোষণার কাজ, সঞ্চালনা এবং আবৃত্তি করা। এখন আবার সামাজিক যোগাযোগের মাধ্যমে নিয়মিত অনুষ্ঠান করা।
মনে হলো আবার শুরু করব বেতারের মতো অনুষ্ঠান। পডকাস্টে। এখানে আমার প্রিয় কবিতা, গল্প, প্রবন্ধ, চিঠি পড়ব। নিয়মিত। আমার আপন ভুবন তৈরি করব নতুন ও পুরনো বন্ধুদের নিয়ে। আনন্দে বাঁচব সকলকে সঙ্গে নিয়ে। মধুর হয়ে উঠবে আমার নিজস্ব ক্ষণগুলো।
পডকাস্টের প্রথম পর্বে আমি শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা "পায়ে চলার পথ" কবিতাটি। এটি লিপিকা কাব্যের অন্তর্গত। পড়ার আগে ও পড়তে পড়তে আমার নিজের অনুভূতির কথাও বলব।
তো বন্ধুরা নিয়মিত শুনুন সকলে উৎসে ফেরা অনুষ্ঠান। থাকুন সঙ্গে আমার। ফলো করুন আমার ফেইসবুক পেইজ ও সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল । লিংক দিয়ে দিচ্ছি বন্ধুরা।


...more
View all episodesView all episodes
Download on the App Store

উৎসে ফেরা (Utshe Phera)By Rupa Chakraborty