জাপানের দুই সমৃদ্ধশালী দেশ ছিল হিরোসিমা ও নাগাসাকি শহর ।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পরে ১৯৪৫-এর ৫ই আগষ্ট রাত্রির অন্ধকারে গা ঢাকা দিয়ে মার্কিন বোমারু বিমান 'গে এনোলো'যাত্রাশুরু করেছিল মার্কিন সমরঘাঁটি টিনিয়ান দ্বীপ অঞ্চল থেকে। হিরোসিমার আকাশে যখন 'গে এনোলো 'ঘোরাঘুরি করছিল, তখন ৬ই আগষ্টের অরুণ আলোয় প্রাণময়ী,হাস্যময়ী হিরোসিমা বুঝে উঠতে পারেনি কি ঘটতে চলেছে ওদের সাথে। সকালে আপন কাজে ব্যস্ত মানুষ ঘড়িতে তখন সকাল ৮টা১৫ মিনিট শহরের মাঝ বরাবর মাটি থেকে ৫৫০মিটার উপরে 'গে এনোলো' বোমারু বিমান থেকে নিক্ষিপ্ত পরমাণু বোমা বিস্ফোরিত হয়। সব কিছু শেষ হয়ে যায় মূহুর্তের মধ্যে। আজও জন্ম হয় বিকলাঙ্গ শিশুর। লক্ষ লক্ষ মৃত মানুষের বিদেহী আত্মার শান্তি কামনা করি। 🙏🙏🙏🙏🙏🙏