
Sign up to save your podcasts
Or


আচ্ছা, বলুন তো কলকাতার প্রথম পাকা রাস্তা কোনটা? জানেন না বুঝি? তাহলে খিদিরপুর কার নাম থেকে এসেছে তা তো নিশ্চয়ই জানবেন? বা বোটানিক্যাল গার্ডেন কে বানিয়েছিলেন? লর্ড সিনহা রোডের লর্ড সিনহা আসলে কে ছিলেন? কী বললেন? এসব কিছুই জানেন না? তাহলে আজকে চলুন কলকাতা ঘুরে আসা যাক। উঁহু উঁহু ভিক্টোরিয়া চিড়িয়াখানা নয়, বরং কলকাতার বিভিন্ন রাস্তাঘাট আর অঞ্চল। এমন সব জায়গা যেখানে আমরা প্রায়শই যাতা করি কিন্তু জানি না সে জায়গার অতীত। বলটু আর পিকাইকে নিয়ে শঙ্খদা আজ চলল কলকাতা ওয়াকে। আপনারাও সঙ্গী হতে চান বুঝি? টিকিট কাটতে তাড়াতাড়ি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। আজ থাকল দ্বিতীয় পর্ব ।
By Kaushik Royআচ্ছা, বলুন তো কলকাতার প্রথম পাকা রাস্তা কোনটা? জানেন না বুঝি? তাহলে খিদিরপুর কার নাম থেকে এসেছে তা তো নিশ্চয়ই জানবেন? বা বোটানিক্যাল গার্ডেন কে বানিয়েছিলেন? লর্ড সিনহা রোডের লর্ড সিনহা আসলে কে ছিলেন? কী বললেন? এসব কিছুই জানেন না? তাহলে আজকে চলুন কলকাতা ঘুরে আসা যাক। উঁহু উঁহু ভিক্টোরিয়া চিড়িয়াখানা নয়, বরং কলকাতার বিভিন্ন রাস্তাঘাট আর অঞ্চল। এমন সব জায়গা যেখানে আমরা প্রায়শই যাতা করি কিন্তু জানি না সে জায়গার অতীত। বলটু আর পিকাইকে নিয়ে শঙ্খদা আজ চলল কলকাতা ওয়াকে। আপনারাও সঙ্গী হতে চান বুঝি? টিকিট কাটতে তাড়াতাড়ি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। আজ থাকল দ্বিতীয় পর্ব ।