রোমান্টিক সং হিসেবে গানটা আমার খুব ভাল লাগে। গানটা গেয়ে আমি খুব আনন্দ পেয়েছি। আমি মনেকরি গানটা সবার ভাল লাগবে। আমি অনেক দিন মিউজিক নিয়ে কাজ করছি। মিউজিক আমার সবসময়ই ভাল লাগে। আমি নিজের ইচ্ছা থেকে মিউজিক করি।
মিউজিক কোরতে আমি কখনো ক্লান্ত হই না। মিউজিক আমাকে এনার্জি দেই। আমার সমস্ত ক্লান্তি দূর করে দেই। আমি সবসময়ই মিউজিক এঞ্জয় করি। আমার ভাল লাগে মিউজিক নিয়ে চিন্তা কোরতে, সূর নিয়ে চিন্তা কোরতে, মেলোডি নিয়ে চিন্তা কোরতে।
আমার মাথাই থিমটা হটাত চলেআসে। আমার লাইফ এ অবশ্য অনেকবার এরকম হয়েছে আমি রাস্তা দিয়ে হাঁটছ আর রিক্সা তে করে সুন্দর একটা মেয়ে গেল আর আমি তার দিকে তাকিয়ে থকলাম। গানটা বর্তমান এর যারা যুবক তাদেরকে নিয়ে গাওয়া। আমি অনেক সমই খেয়াল করি। যারা রাস্তাই হাটে তারা কিন্তু বেশির ভাগ সমই মেয়ে পটানোর একটা সুজক খুজে। অনেক সমই তাদেরকে ফলো করে। তাদের সাথে বন্ধুত্ব কোরতে চাই।
এ যুগের যারা ইয়ং বয় তারা অনেক হান্দসাম হই। তাদের চলাফেরা তাদের হাবভাব অনেকটা দাখের মত। তারা এখন প্রেম করার আগে বন্দুত্ত কোরতে চাই। এখন তারা বেশিরভাগ সমই ফেসবুকে কাটাই। হটাত কোন মেয়ে কে পছন্দ হলে ব্যাস ফেসবুকে খোজা শুরু।
আমি এই গানটা করার সমই অনেক কিছু নিয়ে ভেবেছি। গানের কথাগুল আমার কাছে খুব ভাল লেগেছে। আমি অনেক বার অনেক কথা চেঞ্জ করেছি। অনেক সূর চেঞ্জ করাছি। এক এক সমই গানটা আমার কাছে এক এক রকম মনে হয়েছে।