আমাদের ঠাকুমা, দিদিমারা অতি অল্পতেই খুশি থাকত।সংসারে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তাদের কাছে খুবই গুরুত্ব পেত।মন দিয়ে স্বামী -সন্তানের সেবা করত,বিনিময়ে কি পাওয়া যাবে তার হিসাব তারা কখনও করত না। সংসারটাকে দু'হাতে যত্ন করে সাজিয়ে তোলবার চেষ্টা করত।সংসারের সবাইকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করত।বিনিময়ে খুব যে বেশি কিছু পেত,তা কিন্তু নয়।তবে মনের মানুষকে নিয়ে জীবনটা তাদের ভালোই কেটে যেত।মনের মানুষের অবর্তমানে তাঁর স্মৃতিকে আঁকড়ে ধরে এই সংসার সমুদ্রে ভেসে থাকত।❤️❤️❤️