1984 সালে থেকে প্রকাশিত হয় 'নতুন গতি 'পত্রিকা কলকাতায় । সম্পাদক এমদাদুল হক নুর। এক উজ্জ্বল ব্যক্তিত্ব, সাহিত্যের সেবক,সমাজসেবী । তাঁর সম্পাদিত পত্রিকায়, মাসান্তিকে, স্মারকলিপিতে, পুরস্কার বিতরণে আলোকিত হয়েছেন সমাজের বহু শিক্ষাবিদ ,চিন্তাবিদ সমাজসেবী ও শিক্ষানুরাগী মানুষেরা।